করোনা আবহে কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সদর দফতরে গিয়ে মমতা ব্যানার্জী কে শুভেচ্ছা জানানোর যে প্রথা ছিলো সেটি এ বছর বন্ধ থাকবে বলে জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এবছর পুজোর মতো বিজয়াটাও দূর থেকেই সারুন ৷ পুজো শুভেচ্ছার মাঝেও বিমল গুরুংকে নিয়ে প্রশ্ন উঠলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, গুরুং ইস্যুতে না জেনে কিছু বলব না।
যদিও বৃহস্পতিবার EZCC-তে বিজেপির পুজো উদ্বোধন উপলক্ষে বাংলার মানুষের উদ্দেশে ভাঙা বাংলায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কটাক্ষ তৃণমূল মহাসচিব বলেন ” ভোট পাখির জন্য নরেন্দ্র মোদির বাংলাতে ভাষণ ৷ বাংলাতে মুখস্থ বলে গেলেন প্রধানমন্ত্রী ৷ অথচ জাতীয় শিক্ষা নীতি থেকে ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া হল ৷ বাংলাকে সবদিক দিয়ে উপেক্ষা করা হচ্ছে তার জবাব দেবে সাধারণ মানুষ ৷ এই দ্বিচারিতার জবাব মিলবে ২১-এ ৷”