Home উত্তরবঙ্গ চোর করার পরে করে গেলেন 'মলত্যাগ', চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায়

চোর করার পরে করে গেলেন ‘মলত্যাগ’, চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায়

চোর চুরি করে এটা সাধারন ব্যাপার !কিন্তু দেখা গেল এক অদ্ভুত চোরের। চোর করার পরে করে গেলেন মলত্যাগ। গতকাল রাতে এমনই এক ঘটনা ঘটলো জলপাইগুড়ি জেলার ধুপগুড়িটে।

ধুপগুড়ির বাসিন্দা সৌরভ সেন অন্য দিনের মতোই বাইক ভিতর রেখে ঘুমাচ্ছিলেন। কিন্তু আজ সকালে উঠে যে এত বড় সর্বনাশ হবে তা আগে জানা ছিল না।ঘুম থেকে উঠে দেখতে পান তার গ্রিলের দুটি তালা ভাঙ্গা এবং সাথে বাইকও উধাও।

রাতের অন্ধকারে তালা ভেঙ্গে বাইকের হ্যান্ডেল আনলক করে চোর বাইক নিয়ে উধাও। চোর করার পরে উঠানের কোনায় করে গেলেন মলত্যাগ।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে সবকিছু খতিয়ে দেখে। তদন্তকারী পুলিশ অফিসার জানায় এরকম ঘটনা ধুপগুড়ির বুকে প্রায় প্রতিনিয়ত হচ্ছে। এই নিয়ে তারা তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম