বাংলায় চাই শিল্প। চাই চাকরি। একুশের ভোটের আগে এটাই হতে চলেছে বিজেপির মূলমন্ত্র। লক্ষ্মীপুজোর দিনে সেই প্রচারের ঢাকে কাঠি দিল বিজেপি। ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতাদের ঘোষণা, ডিসেম্বর-জানুয়ারিতে বাংলায় বসবে শিল্প সম্মেলনের আসর- কাউন্টার বিজনেস ইন্টারন্যাশনাল সামিট। ভার্চুয়াল হবে কিনা সেই সিদ্ধান্ত কোভিড পরিস্থিতি দেখে নেওয়া হবে। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন,”বাংলায় ইতিবাচক রাজনীতি করতে চায় বিজেপি। এখানে যুবকদের চাই কর্মসংস্থান।’বিজেপির শিল্প সম্মেলনে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। ডাকা হবে তাবড় শিল্পপতিদেরও।
এদিকে বিজেপির উদ্যোগে বাংলায় শিল্প সম্মেলনের আয়োজনকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘কেউ রাজ্য সরকারে না থাকলে শিল্প সম্মেলন করে কিছু করতে পারবে না। কোনও বিনিয়োগ রাজ্য সরকার ছাড়া হতে পারে না৷