বিহার বিধানসভা ভোটের বাকি আর কয়েকদিন ঠিক তার আগেই কংগ্রেসের এক প্রার্থীকে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে, ওই কংগ্রেস প্রার্থীর নাম মাসকুর আহমেদ উসমানি৷ বিহার নির্বাচনে দ্বারভাঙা জেলার জালে বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী হয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি আহমেদ উসমানি।
২০১৮ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের হলঘর থেকে জিন্নার ছবি সরানো নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল৷ সেই সময় উসমানি প্রবল বিরোধিতা করেছিলেন,সেই সময় তার বিরুদ্ধে দেশবিরোধী নানা স্লোগান দেওয়ারও অভিযোগ ওঠে । যদিও সে সময় উসমানি দাবি করেছিলেন, তিনি জিন্নাহকে সমর্থন করেন না, কিন্তু জিন্নাহ ভারতীয় ইতিহাসের অঙ্গ, এটাও অস্বীকার করা যায় না ,পাশাপাশি জিন্নাহ কে অবিভক্ত ভারতের হিরো বলেছিলেন তিনি । গতবছরও সিএএ এবং এনআরসি আন্দোলনের বিরোধিতা করতে দেখা যায় তাঁকে৷ পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও আনা হয়৷
উসমানিকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর গিরিরাজ সিং-এর প্রশ্ন, “জিন্নার আদর্শে বিশ্বাস করা ব্যক্তি প্রার্থী কেন হবে? তাহলে কংগ্রেসও কি এই আদর্শে বিশ্বাসী? এই প্রশ্নের জবাব কংগ্রেসকে দিতেই হবে।” তিনি বলেছেন, কংগ্রেসকে আগে ঠিক করতে হবে যে তারা জিন্নাহর আদর্শকে সমর্থন করে কিনা! কংগ্রেস এবং মহাগঠবন্ধন-এর এবার এই নিয়ে ভাবার সময় এসেছে।