Dainik khabor :-প্রতিদিনের মতো এইদিনও সকালে প্রাতঃভ্রমনে বের হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এইদিন সকালে রাজারহাটে তিনি কিছু দলীয় কর্মীদের সাথে চায়ের আড্ডা দিতে জান তার দুই নিরাপত্তা রক্ষীকে সাথে নিয়ে, কিন্তু দুর্ভাগ্য বসত চায়ের আড্ডাটা আর হলো না। চায়ের আড্ডায় পৌঁছাতেই বেশ কিছু দূর আগেই তার গাড়ি আটকে তার ওপর কিছু স্থানীয় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেন দিলীপ বাবু।
দলীয় কর্মীদের সাথে সময় কাটানোর সাথেই চা পানের ইচ্ছে যে সমস্যার কারন হয়ে দাঁড়াবে সেটা হয়তো বুঝতেই পারেননি বিজেপি সাংসদ। বিজেপি নেতারা অভিযোগ, এইদিন তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা দিলীপ ঘোষের গাড়ি আসতে দেখে রাস্তায় আটক করে, এর ফলে তাকে হেনস্থার শিকার হতে হয়, দিলীপ বাবু আরও জানান, এই দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ি ভাঙচুর করে, আছাড়াও লোকাল কিছু বিজেপি কর্মকর্তারা সেখানে আসলে, তৃণমূলের সমর্থকেরা তাদেরকেও মারধোর করে বলে অভিযোগ।
২১সের বিধানসভা আসতে না আসতেই রাজনীতির যুদ্ধ জয়ের পারদ যে আরও বেড়েই চলেছে তাতে কোনো সন্দেহ নেই, তবে একাধিক বার শাসক দলের বিরুদ্ধে আনা একধিক বিজেপি নেতারা উপর আক্রমনের অভিযোগকে ভালো চোখে দেখছে না রাজনৌতিক মহলের অনেকেই। পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের সঠিক শাস্তির ব্যবস্থা করুক এমনটাই দাবি জানিয়েছেন আরও এক বিজেপি নেতা রাহুল সিনহা।