মালদা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য বিজেপির তরফ থেকে একাধিক বার গোটা রাজ্যে শাসক দলের ওপর অভিযোগের বন্যা বইয়ে দেওয়া হয়েছে। রাজ্যে মহিলাদের উপর অত্যাচার, নারী নির্যাতন ধর্ষণ সহ একাধিক অভিযোগ তুলে মালদা জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে,সোমবার দুপুরে ইংরেজবাজার সংলগ্ন এলাকা ঘুরে বিক্ষোভ মিছিল করে, পরে বিজেপি কর্মীরা রথবাড়ি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ গোড়েতোলে। জাতীয় সড়কের ওপর বেশ কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভে বসে থেকে তারা বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি বিশ্ব শান্তির উদ্দেশ্য ঢাললেন শিবের মাথায় জল!
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, জেলা বিজেপি সহ-সভাপতি অজয় গাঙ্গুলী, জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় সহ আরও অন্যান্য নেতৃত্বরা। এর পরেই প্রায় আধা ঘন্টার উপরে পথ অবরোধ কর্মসূচি চলতে থাকে, বেশ সময় পার হয়ে গেলে এর পর ইংরেজবাজার থানার পুলিশ পথ অবরোধ তুলে দেয়।
সাংসদ খগেন মুর্মু জানান,” বর্তমান রাজ্য সরকার রাজ্যের নারীদের সুরক্ষা দিতে পারছেনা। রাজ্যের নারীদের হাত পা বেঁধে নির্যাতন করা হচ্ছে। তাই আজকে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিরা রাস্তায় নেমেছে, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এবং রাজ্যে পুলিশের কাছে দোষীদের শাস্তির ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি।