fbpx
Sunday, August 1, 2021
Homeজলপাইগুড়িচোপড়া কান্ডে জলপাইগুড়িতে বিজেপির বিক্ষোভ মিছিল

চোপড়া কান্ডে জলপাইগুড়িতে বিজেপির বিক্ষোভ মিছিল

জলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধিঃগতকালে চোপড়ায় বিজেপি কর্মীর বোনকে ধর্ষণ করে খুন করার ঘটনায় গোটা রাজ্য জুড়েই বিজেপির বিক্ষোভ মিছিল চলছে।ঠিক তেমনি এইদিন জলপাইগুড়ি বিজেপির তরফ থেকেও এক বিক্ষোভ মিছিল করা হয়।মিছিল বের করা হলেও বেশকিছু দূর যাবার পরেই কোতোয়ালি থানার পুলিশ সেই মিছিলকে আটকে দেয়।১৬ বছরের কিশোরী মাত্র মাধ্যমিক পাস করেছিল, সেই কিশোরীর ধর্ষণের পর খুন করায় অপরাধীদের খুঁজে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন জলপাইগুড়ি জেলা বিজেপির তরফ থেকে।

এইদিন বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভে রীতিমতো তাদের সাথে পুলিশের বচসা বেঁধে যায়।বিজেপির ধিক্কার মিছিল বের হয় জলপাইগুড়ির ৪নং ঘুমটিতে বিজেপির কার্যালয় থেকে।মিছিলে উপস্থিত ছিলেন,জেলা সভাপতি বাপি গোস্বামী,যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ,মহিলা নেত্রী টিনা গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্বরা।বিজেপির জেলা সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী যেরকমের অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছেন তাতে করে রাজ্যে প্রচুর নিন্দনীয় ঘটনা ঘটেই চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম