তোলা চেয়ে না পাওয়ায় বেলঘরিয়া থানা এলাকা অন্তর্গত, বিটি রোড মোড় কামারহাটি সাগর দত্ত হাসপাতালের উলটো দিকে একটি ওষুধের দোকানে বিস্ফোরণ ঘটালো দুষ্কৃতীরা ।
জানা গেছে দুদিন আগে ফোনে হুমকি দিয়ে ওষুধের দোকানের মালিক অবসর প্রাপ্ত জুটমিল শ্রমিক জাকির হুসেনের কাছে টাকা দাবি করে দুষ্কৃতীরা। এই মর্মে থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছিল।
রবিবার বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ এক ব্যাক্তি ওই দোকানে আসে ওষুধ কিনতে। দোকানদার যখন ওষুধ খুঁজতে ব্যস্ত তখন ক্রেতা সেজে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিজের পাশে একটি ব্যাগ রেখে দেয়। সে চলে যাওয়ার একটু পরেই সেই ব্যাগে বিস্ফোরণ ঘটে।পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি তে। ঘটনাটিতে কেউ হতাহত না হলেও ক্ষতি হয়েছে দোকানে রাখা আসবাব ও ওষুধের। ঘটনায় জড়িতদের সন্ধানে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।