দৈনিক খবর,ডেস্ক:-গত দুদিন আগেই কাদামাখা গায়ে ছবি পোস্ট করেন সালমান খান, তার কথায় চাষী ভাইদের সম্মান জানাতেই তিনি ছবিটি পোস্ট করেছেন। ছবিটিতে কাদামাখা গায়ে বসে থাকতে দেখা যায় সালমানকে।
কিন্তু তার কথায় চাষীদের সম্মান জানানোর কথা থাকলেও গত ২৪ ঘন্টায় ব্যাপক ভাবে ট্রলের মুখে পরেন বলিউড সুপার স্টার সালমান খান।অভিনেতার ছবিতে নেটিজিনদের অনেকেই বলেন,’চাষবাস করার সময় কোন কৃষক এমন ভঙ্গিমায় ফটোশুট করান’?। আবার অনেকেই বলেন,’সালমান যতই দেখাক তিনি জমিতে কাজ করে ক্লান্ত, আসলে যে এটা ফটোশুটের জন্যে সাজানো সেটা বোঝাই যাচ্ছে’।
এক কথায় বলতে গেলে নেটিজিনদের মুখে পুরোপুরি ভাবে ট্রোলড হতে হয় এই জনপ্রিয় তারকাকে।অনেকেই সালমান কে কটাক্ষ করে বলেছে,অনেক চাষী দেখেছি আমরা তবে এতো সুন্দর ভাবে কাদা দিয়ে সাজগুজ করা কৃষক কখনো দেখিনি, অনেকে বলছে চাষ করতে গেলে মুখে এইভাবে সুন্দর ভাবে কাদা লাগা সম্ভব?অনেকেই বলছে, সলমনের মতো ছোট টিশার্ট পরার ক্ষমতা সাধারণ চাষীদের নেই।
লকডাউনের মধ্যে একাধিক বার সোসাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন সালমান খান, বেশ কয়েক দিন আগেও তাকে একটি ফটো ভাইরাল হয় যেখানে তিনি,দুহাতের মুঠোতে ধান গাছ নিয়ে ক্ষেতে রয়েছেন, এবং ফটোটির ক্যাপশন হিসাবে লেখেন,’দানে,দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম। জয় জওয়ান, জয় কিষাণ’।
এছাড়াও লকডাউনে কাজের চাপ কমে যাওয়ায়, কখনো বা ঝড়ের দাপটে নোংরা বাগান পরিষ্কার আবার কখনো তার পোষা ঘোড়ার সাথে সময় কাটার ছবি পোস্ট করেই লকডাউনের সময় কাটাচ্ছেন এই বলিউড তারকা।এক কথায় লকডাউনের অন্যতম কাজের মধ্যে এবং সময় কাটানোর সঠিক বুদ্ধি হিসেবে ফটোশুটকেই বেছে নিয়েছেন সালমান খান।তবে সব ফটো নিয়ে ট্রোলের সম্মুখীন না হতে হলেও একাধিক বার অন্যান্য ফটো গুলো তাকে ট্রোলের মুখে নিয়ে এসেছে।