fbpx
Sunday, August 1, 2021
Homeরাজ্যPubG গেম কেড়ে নিল এক যুবকের প্রাণ, গেম ব্যান হওয়াতে আত্মঘাতী যুবক

PubG গেম কেড়ে নিল এক যুবকের প্রাণ, গেম ব্যান হওয়াতে আত্মঘাতী যুবক

PubG গেম খুব জনপ্রিয় একটি গেম ছিল। যুব সমাজের অর্ধেক এর বেশি এই গেম খেলতো। যুব সমাজের খুব পছন্দের খেলা হল PubG। কিন্ত চীনের সাথে ভারতের নানা সংঘর্ষ এর কারণে কেন্দ্রীয় সরকার PubG গেমটি ব্যান করে দেন। কিন্তু এই গেম ব্যান করার ফল যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা সত্যিই ভাবা যায় না। এই PubG গেম কেড়ে নিল একজন যুবকের প্রাণ।

নদিয়ার চাকদহ পাতলা পঞ্চায়েত পূর্ব লালপুর এর বাসিন্দা প্রীতম হালদার ছিল এই PubG গেম এর ভক্ত। কিন্ত PubG ব্যান হয়ে যাওয়ার ফলে তার জীবনও যে এইভাবে শেষ হয়ে যেতে পারে তা সত্যিই কেউ কল্পনা করতে পারে না। প্রীতম হালদার এর বয়স 21 বছর। তার বাবা বিশ্বজিৎ হালদার আর্মিতে কাজ করেন। নদিয়ার চাকদহ তে প্রীতম তার মা ও ছোট বোন এর সাথে থাকে। কিন্তু PubG গেম বন্ধ হওয়ার ফলে তিনি এক ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি আত্মঘাতি হয়ে মারা গেলেন। পরিবার সূত্রে জানা যায় , তিনি রাতে PubG খেলতেন।

PubG বন্ধ হওয়ার পর তার একটু মন খারাপ ছিল। তার মা কে এসে শুধু বলেছিল PubG বন্ধ হয়ে গেছে। আর কিছুই বলেনি প্রীতম। কিন্তু দুপুরে খেতে ডাকার সময় দেখে প্রীতম এর দরজা বন্ধ তারপর সকলে মিলে দরজা খুলে প্রীতম এর মৃত দেহ উদ্ধার করে। তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার ফলে তার মা একদম ভেঙে পড়েছেন। মায়ের কান্না যেন কিছুতেই থামছে না। সাথে থামছে না ছোট বোন এর দাদার জন্য কান্না।

পরিবারের মন্তব্য মোদী কেনো এখন এই সিদ্ধান্ত নিল যখন pubg যুব সমাজের মধ্যে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। এই সিদ্ধান্ত নিলে আরও আগে নিতে হত। এই সিদ্ধান্ত pubg জনপ্রিয়তা লাভ করার আগে নেওয়া উচিত ছিল। তাহলে আজকে তাদের এইভাবে তাদের ছেলেকে হারাতে হত না। pubg জন্য নদিয়ার চাকদহ তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। তাই সকলেই সকলের পরিবারের pubg ভক্ত ছেলে মেয়েদের পাশে অবশ্যই থাকবেন। তারা মানসিক অবসাদে ভুগছেন কিনা অবশ্যই লক্ষ্য রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম