fbpx
Thursday, July 29, 2021
Homeভাইরাল খবরতবে কি নতুন প্রেমে পড়লেন নুসরাত, জানুন কে সেই মানুষ?

তবে কি নতুন প্রেমে পড়লেন নুসরাত, জানুন কে সেই মানুষ?

অভিনেত্রী নুসরাত জাহান তথা তৃণমূল সাংসদ কে সকলেই চেনেন। তিনি তার অভিনয় যোগ্যতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি অভিনয় , ফটো সুট ও রাজনৈতিক কাজকর্ম নিয়ে ভীষণ ব্যাস্ত। তবে হাজার ব্যাস্ততার মাঝেও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সবসময়েই সক্রিয় থাকেন। প্রায় প্রতিদিন তিনি ছবি পোস্ট করছেন নানা রকমের ক্যাপশন দিয়ে আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। সম্প্রীতি নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনটা খুবই আকর্ষণীয়। ছবির ক্যাপশন তিনি দিয়েছেন , ” যেখানেই খলনায়ক থাকে সেখানে নায়কও থাকে। আর যেখানে এরা দুজন থাকে সেখানে নায়কও থাকে।

 

 

 

আর যেখানে এরা দুজন থাকে সেখানে অবশ্যই নায়িকা থাকে। ” আর ছবিটিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে সাদা টি শার্ট , জিন্স জ্যাকেট। চোখে রোদ চশমা। তবে অভিনেত্রীর ছবির ক্যাপশন নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেকের মনে প্রশ্ন অভিনেত্রীর জীবনে নায়ক কে আর খলনায়কই বা কে ? যদিও কিছুদিন আগে পযন্ত সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ওঠে। তার ব্যক্তিগত জীবন নিয়ে টলি জগতে নানা কথা ওঠে। তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় নিখিল জৈন এর সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে। অনেকের মনে প্রশ্ন অভিনেত্রী কি তার ক্যাপশন এর মাধ্যমে তার ব্যক্তিগত জীবনের কথা বোঝাচ্ছেন। অভিনেত্রীর এই চমকপদ জটিল ক্যাপশন নিয়ে তার অনুরাগীদের মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরছে। কিছুদিন আগেই অভিনেত্রীর নিখিল জৈন এর সঙ্গে বিচ্ছেদ নিয়ে একটি রটনা রটেছিল। অনেকের ধারণা নুসরাত যশ দাসগুপ্ত এর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন আর তাই তার নিখিল জৈন এর সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ। যদিও যশ দাসগুপ্ত এই ব্যাপারে কোনো কথাই বলেন নি। নুসরাতও এই ব্যাপারে মুখ খুলেননি। এমনকি নিখিল জৈনও এই ব্যাপারে চুপ করে ছিলেন। অভিনেত্রীর ধাঁধার মতো ক্যাপশন নিয়ে নানা প্রশ্ন উঠলেও অভিনেত্রীর আকর্ষণীয় ছবি তুমুল ভাইরাল হয়েছে।

 

 

পুজোর সময় তার নতুন ছবি sos kolkata মুক্তি পেতে চলেছে। তারপর বছর শেষ হলেই আছে আবার ভোট। অভিনয় এর পাশাপাশি তিনি সুন্দর ভাবে রাজনীতি শিক্ষা অর্জন করেছেন। তার নানা ভিডিও , ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। সম্প্রীতি তার একটি নিউ লুক এর ছবি ভাইরাল হয়েছে। কালো লেদার প্যান্ট , কালো জ্যাকেট , কালো অন্তবাস ও কালো লিপস্টিক পরে তার নিউ লুক এর ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন ফটো সুট এ এই লুক এই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এ যেন ব্ল্যাক বিউটি। এর আগেও কখনো ট্রাডিশনাল লুক এ কখনো খোলা চুলে কখনো চুড়িদার বা অন্য পোশাকে ফটো সুট করতে দেখা গেছে অভিনেত্রীকে তবে এবার তিনি একদম অন্যরকমের লুকে। কালো লিপস্টিক পরে নিজেকে একদম ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত।

 

 

 

 

তার এই লুক দেখে প্রশংসার ঝড় উঠে গেছে। তার এই নিউ লুক এর ছবি দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছে। তার এই নিউ লুক দেখে মিমি চক্রবর্তী কমেন্ট করেছেন ” আহা ব্ল্যাক রোজ ” তার রি নিউ লুক দেখে অনেকেই তার দিক থেকে চোখ ফেরাতে পারছেন না। তবে প্রশংসার সাথে সাথে অনেকেই আবার কটাক্ষ করেছেন তার এই নিউ লুক দেখে। অনেকেই তার নিউ লুক দেখে হাসাহাসি করছেন। কোনো কোনো নেটিজেন মন্তব্য করছেন যে তাকে কালো লিপস্টিক পরে ডাইনির মতো লাগছে। কিন্তু এইসব কটাক্ষ মন্তব্যকে অভিনেত্রী একদম পাত্তাই দিচ্ছেন না। তিনি তার কাজ করে চলছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম