বর্তমানে ক্যান্সার রোগটির সাথে অনেকেই পরিচিত। ক্যান্সার একটি কঠিন রোগ। বর্তমানে এই রোগে আক্রান্ত হতে দেখা যায় বহু মানুষকে। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি সরকারের আবগারি মন্ত্রী শ্রীনিবাস গৌর ক্যান্সার রোগের এক ওষুধ বললেন। এক বক্তৃতা তে তিনি ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় বললেন।
তিনি বললেন ক্যান্সার রোগের একটি বড়ো ওষুধ হল তাড়ি। তাড়িকে গরিবের মদ বলা হয়। বর্তমানে সরকার তাড়ি দিয়ে ব্যবসা করছেন। ব্যাবসায়ী পণ্য হিসেবে চলছে তাড়ির ব্যবসা। তাড়ি হল তালগাছ এর রস। তালগাছ থেকে বের হওয়া রস দিয়ে অনেক রোগ এর ওষুধ তৈরি হয়। এই তাড়ি দিয়ে অনেক রোগ নির্মূল হয়।
রাজ্যের জনগাও জেলায় এক জনসভায় বক্তৃতায় শ্রীনিবাস গৌর বললেন এই তাড়ি দিয়ে প্রায় 15 রকমের রোগ সেরে যায় রোগী সুস্থ হয়ে ওঠে। তার মধ্যে ক্যান্সারও এমন একটি রোগ যে রোগ তাড়ি খেলে কমে যাবে। তাড়ির মধ্যে আছে অনেক ঔষধ গুন। তাড়ির মধ্যে আছে ওষুধ উপাদান যা খুব সহজে কঠিন রোগ থেকে রুগীকে সুস্থ করে তুলতে পারে। যদি রোজ তাড়ি খাওয়া হয় তাহলে ক্যান্সার সেরে যাবে। এবং এই তাড়ির জোরেই রুগী সুস্থ হয়ে উঠবে।