কোচবিহার, নিজস্ব প্রতিনিধি:- কোচবিহারের নিশিগঞ্জ এ ১২ কেজি গাঁজা সহ দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন অনুসন্ধানকারীর খবর অনুযায়ী নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ সন্ধান চালান। তাতে একটি টোটো কে আটক করেন। তল্লাশি করে ১২ কেজি গাঁজা আর ২ জন পাচার কারীকে আটক করে হয়েছে।
এর পূর্বে ও পুলিশের হাতে গাঁজা পাচারকারীরা ধরা পড়েছে। পুলিশের অনুমান মানসাই নদীর আশেপাশের কোনো এলাকা থেকে গাঁজা অন্যত্র বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
পাচার কারীরা যাত্রী সেজে টোটো করে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ বাহিনী তাদের তল্লাশি করেন । যাত্রীদের সাথে থাকা ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা এবং পাচার কারীকে পুলিশ নিয়ে গেছেন এবং যথানুরুপ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।