রাজ্য পুলিশে প্রচুর পদ ফাঁকা রয়েছে আর সেই জন্যেই তৃণমূল কর্মীদের সিভিক পুলিশে নিয়োগ এমনটাই অভিযোগ পাওয়া যায়। এর পরেই রীতিমতো সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে পশ্চিমবঙ্গে তবে শূন্যপদ ভর্তির ক্ষেত্রে কোন নিয়োগ হচ্ছে না।তাই শাসক দলের কর্মীদের সিভিক পুলিশ হিসেবে নিয়োগ এর মাধম্যে শূন্যপদ ভর্তি করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এমনটাই খবর পাওয়া যায়। রাজ্য পুলিশের বদলে সিভিক পুলিশ নিয়োগে সরকারের তিনটি উদ্দেশ্য একসঙ্গে পূরণ হচ্ছে বেতন হিসাবে টাকা কম লাগছে আর তৃণমূল কর্মীদের আয়ের উপায় খুলে যাচ্ছে। আবার ভোটের সময় এরাই শাসক দলের হয়ে কাজ করবে। তাই এই সমস্ত এর বিরুদ্ধে সরাসরি দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী আবু সোহেল।
আইনজীবী আবু সোহেল এই মামলায় অভিযোগ করেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের কর্মীদের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হচ্ছে। উদ্দেশ্য হল, নাগরিকদের শাসক দলের হয়েই মত প্রকাশ্যে বাধ্য করা। এর মাধ্যমে স্বজনপোষণ চলছে। কিন্তু রাজ্য সরকারি ভর্তি প্রক্রিয়া মেনে পুলিশের শূন্যপদ পূরণে পদক্ষেপ করছে না।রাজ্য পুলিশের কাজ করানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ার দ্বারা, এছাড়াও আইনজীবী আবু সোহেল আরও অভিযোগ করেন,২০১৭ সালে রাজ্য পুলিশে ৩৭ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছিলো রাজ্যসরকার কিন্তু এখনো তারা সেটা করেননি।