fbpx
Saturday, July 24, 2021
Homeঅন্যান্যগোখরো সাপ ধরতে গিয়ে পেঁচিয়ে ধরল গলা! ভাইরাল ভিডিও

গোখরো সাপ ধরতে গিয়ে পেঁচিয়ে ধরল গলা! ভাইরাল ভিডিও

বর্ষাঋতুতে যেমন কিছু ভালো দিক আছে তেমনি প্রচুর সমস্যাও আছে। বর্ষাকাল মানেই ঝড় বৃষ্টি , বন্যা , চারিদিকে জল। নানা পোকা মাকড় , মশা মাছি , সাপ খোপের ভয়। বর্ষা কালে সাপ ঘরের ভেতর ঢুকে পরে। পাহাড়ি এলাকায় এই ঘটনা বেশি ঘটতে দেখা যায়। এই রকমই এক ঘটনা ঘটেছে উত্তরাখন্ডের নৈনিতলে। একটি বিশাল আকৃতির গোখরো সাপ ঘরের মধ্যে ঢুকে বসে থাকে।

বাড়ির সদস্যরা সাপ টিকে দেখে আতঙ্কিত হয়ে ওঠে। গোখরো সাপ ভীষণ বিষাক্ত এই সাপ একবার কাউকে কামড়ালে তাকে বাঁচানো মুশকিল। তাই বাড়ির লোকজন শীঘ্রই বনদপ্তরকে খবর দেন এবং বনদপ্তরের থেকে কর্মীরা আসেন। বন দপ্তরের কর্মীরা সাপ টিকে অনেক দক্ষতার সাথে বস্তায় ভরে। কর্মীরা সাপ টির মাথায় টিপে ধরে বাইরে বের করে নিয়ে আসে। সাপটি টেবিলের নিচে লুকিয়ে ছিল। তবে সাপ টিকে বস্তায় ভরার সময় একটি ভয়ানক ঘটনা ঘটে। যে কর্মীটি সাপটিকে বস্তায় ভরছিল সাপটি ওর লেজ দিয়ে ওই ব্যক্তির গলা পেঁচিয়ে ধরে। যদিও কিছুক্ষন এর মধ্যই ছাড়ানো হয়। সাপ টিকে দেখতে সেখানে ভিড় জমে যায়। আইএফএস অফিসার আকাশ কুমার বর্মা এই ঘটনার সম্পূর্ণ ভিডিওটি পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিওটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম