নরেন্দ্র মোদী শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই প্রকল্পের জন্য পেনশন প্রকল্পের আওতায় থাকা কর্মীরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেতে পারেন ৬০ বছরের পর। এটি একটি স্বেচ্ছাকৃত পেনশন ব্যবস্থা। নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট টাকা ঠিক করা হয়।এই প্রকল্প অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য। এই প্রকল্পের উপভক্তর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
এই প্রকল্পের আওতায় ১৮ বছরের কোনো ব্যক্তি যদি যুক্ত হন তাহলে তাকে মাসে ৫৫ টাকা দিতে হবে। পাশাপাশি সম পরিমান টাকা দেবে কেন্দ্র। এই প্রকল্পে বয়স বাড়ার সাথে সাথে টাকার পরিমান বাড়বে। প্রথমে টাকা নগদ দেওয়া হবে যার রশিদ দেওয়া হবে উপভক্তদের। এই প্রকল্পের উপভোক্তর বেতন হতে হবে ১৫ হাজার টাকা বা তার কম। এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা ৫০ % টাকা কাজ করার সময় পাবেন বাকি ৫০% টাকা ভর্তুকি হিসেবে দেবে সরকার।
৬০ বছরের পর ওই ব্যক্তিকে ৩০০০ টাকা করে দেবে সরকার পেনশন রূপে । কিন্তু যদি ওই ব্যক্তির ৬০ বছরের আগেই মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তির পরিবার পাবে ওই পেনশন এর টাকা। উপভক্তদের নিজেদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার এ যেতে হবে। এই পেনশন পাওয়ার জন্য একটি সেভিংস জনধন একাউন্ট এবং আধার কার্ড থাকা আবশ্যিক।
কেন্দ্র জানিয়েছেন , দেশের তিন লাখের বেশি এই পরিষেবা প্রদান করেন কমন সার্ভিস সেন্টারে। এই প্রকল্প অনুযায়ী প্রত্যেক উপভক্তকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। এই প্রকল্প অনুযায়ী যদি কোনো উপভক্ত তার ৬০ বছর হওয়ার আগে তার একাউন্ট বন্ধ করে দিতে চান তাহলে তার জমা দেওয়া অর্থ ফিরিয়ে দেওয়া হবে এবং তার জমা দেওয়া অর্থের সুদ দেওয়া হবে। এই প্রকল্প অনুযায়ী উপভক্তরা যদি ১০ বছরের কম সময়ে যদি একাউন্ট বন্ধ করতে চান তাহলে ওই ব্যক্তিকে তার দেওয়া টাকা সুদ সমেত ফিরিয়ে দেওয়া হবে।