fbpx
Saturday, June 19, 2021
Homeভাইরাল খবরশত'বছর পর দেখা মিলল দুই মাথাওয়ালা চন্দ্রবোড়া সাপ! ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে...

শত’বছর পর দেখা মিলল দুই মাথাওয়ালা চন্দ্রবোড়া সাপ! ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ভিডিও

নানা প্রান্তের নানা অদ্ভুত দৃশ্যর সাক্ষী হয়ে থাকেন নেটিজেনেরা। সোশ্যাল সাইড এ প্রায় প্রতিনিয়ত কিছু না কিছু অদ্ভুত ঘটনা ভাইরাল হয়ে চলছে। নেটিজেনেদের চোখে এমন কিছু কিছু দৃশ্য পরে যা সত্যিই অদ্ভুত। সচরাচর সেই সব দৃশ্য তো দেখা যায়ই না এমন দৃশ্য অনেকে ভাবতেও পারে না। প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিছু কিছু অদ্ভুত প্রাণী যেসব প্রাণী মানুষের দেখা অসম্ভব। আর মুহূর্তে সেই সব অদ্ভুত প্রাণীর ভিডিও ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ঝড়ের গতিতে ছড়িয়ে পরে সেই সব ভিডিও। আর সেই সব ভিডিও দেখে নেটিজেনেরা রীতিমতো তাজ্জব লেগে যান। এই রকমের একটি ভিডিও দেখে নেটিজেনেরা আবার তাজ্জব লেগে গেলেন।

মহারাষ্ট্রের কল্যাণ এ একটি সাপ পাওয়া গেছে যে সাপটির দুটো মাথা। সাপ টির বিশেষত্ব হল দুটো মাথা। সাপটিকে দেখে সবাই অবাক হয়ে গেছেন। সাপটির দৈর্ঘ্য ১১ সেন্টিমিটার। এই দুই মাথাযুক্ত সাপটি হল চন্দ্রবোড়া। এখন পযন্ত ভারতে চারটি মাথা যুক্ত চন্দ্রবোড়া সাপ দেখতে পাওয়া গেছে। চন্দ্রবোড়া সাপ ভীষণ বিষাক্ত।ভারতের সব সাপ এর মধ্যে চন্দ্রবোড়া সাপ অন্যতম বিষাক্ত সাপ।

সূত্রে খবর , গ্রামের দুই ব্যক্তি প্রথম সাপটিকে দেখতে পায় তারপর তারা বন দপ্তরে খবর দেয় এবং সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সাপটিকে প্যারেল এর হাফকিনে প্রতিষ্ঠানে পাঠানো হয়।

ভারতীয় বন দপ্তরের অধিকারীক সুশান্ত নন্দ সাপটির ভিডিও শেয়ার করেন। তিনি বলেন , সাপটি জিনগত কারণে দুটো মাথা নিয়ে জন্মেছে। তবে দুটো মাথা নিয়ে সাপ এর বেঁচে থাকা কঠিন। এই চন্দ্রবোড়া সাপটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম