Home উত্তরবঙ্গ উত্তরবঙ্গে শুরু হতে পারে নিম্নচাপ! পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

উত্তরবঙ্গে শুরু হতে পারে নিম্নচাপ! পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

সোমবার উত্তরবঙ্গে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করলো উত্তরবঙ্গ সফর। প্রশাসন সূত্রে খবর , তার বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৯ ও ৩০ তারিখ উত্তরবঙ্গে আসতে পারেন।

করোনা ভাইরাস এর জেরে গত ছয় মাস ধরে জেলা সফরে আসতে পারে নি মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো নিজে জেলায় জেলায় পৌঁছে সবটা নিজে ভালো করে দেখতে পারেনি। নবান্ন থেকে তিনি ভিডিও কনফারেন্স এ বৈঠক করে কয়েকটি জেলার সমন্ধে আলোচনা করেছেন।

কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী , বঙ্গে আগামী কয়েকদিন নিম্নচাপ এর কারণে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আবহাওয়া পরিবর্তন হতে চলছে। যার ফলে মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফরের সিদ্ধান্ত বাতিল করলো এবং তার পরিবর্তে আগামী ২৯ ও ৩০ তারিখ তিনি উত্তরবঙ্গে আসতে পারেন। তিনি শিলিগুড়ি আসতে পারেন।

তিনি করোনা পরিস্থিতিসহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার প্রাকৃতিক বিপর্যয় এর কারণে ক্ষয়ক্ষতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনি এসে জেলার নানা বিষয় নিয়ে বৈঠক করবেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এর কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসতে পারেন আগামী ২৯ ও ৩০

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম