fbpx
Friday, July 23, 2021
Homeনতুন খবরকরোনায় আক্রান্ত শিশুরা, বন্ধ হল স্কুল

করোনায় আক্রান্ত শিশুরা, বন্ধ হল স্কুল

করোনায় আক্রান্ত শিশুরা, বন্ধ হল স্কুল

সমগ্র বিশ্ব জুড়ে ফের থাবা করোনা দ্বিতীয় ঢেউ। দৈনিক ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ।তবে এই নতুন স্ট্রেন এর বিষয়ে সিঙ্গাপুর সরকার সাবধান করেছেন শিশুদের। কারণ এই নতুন স্ট্রেনে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এর ফলে সিঙ্গাপুর সরকার সিদ্ধান্ত নিয়েছেন শিশুদের ভ্যাকসিন দিবে এবং সেই সঙ্গে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত স্কুল। সিঙ্গাপুর এর স্বাস্থ্য মন্ত্রী জানান , ” করোনা ভাইরাস এর বি১৬১৭ স্ট্রেনটি শিশুদের বেশি সংক্রমিত করছে। ” তবে এখন পযন্ত ঠিক কতজন শিশু আক্রান্ত হয়েছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে আক্রান্ত হওয়া শিশুদের মধ্যে কারও গুরুতর অবস্থা নয় তাদের মধ্যে স্বল্প লক্ষণ দেখা গেছে। শিক্ষা মন্ত্রী চ্যান চুন সিং বলেন , ” এই ভাইরাস এর কিছু কিছু ধরণ মারাত্মক এবং তারা ছোট ছোট শিশুদের আক্রান্ত করছে।

 

 

 

 

” সূত্রে খবর , আগামী ১৯ মে অর্থাৎ বুধবার থেকে সিঙ্গাপুর শহরের সব প্রাইমারি , “সেকেন্ডরি ও জুনিয়র কলেজের সমস্ত পড়াশোনা বাড়ি থেকে পরিচালিত হবে। আগামী ২৮ মে অর্থাৎ শুক্রবার পযন্ত এই নির্দেশিকা জারি থাকবে।” প্রসঙ্গত , সিঙ্গাপুর এ রবিবার নতুন করে ৩৮ জন করোনা আক্রান্ত হন। এদের মধ্যে ৪ জন শিশু এবং তারা একই স্কুলে অধ্যায়ন করে। নতুন আক্রান্ত এর সংখ্যা নিরিখে এটা এখন পযন্ত আক্রান্ত এর মধ্যে সর্বোচ্চ।

 

 

 

সিঙ্গাপুর এখন পযন্ত ৬১ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। এইভাবে করোনা সংক্রমণ এর হার বাড়াতে থাকায় সিঙ্গাপুর সরকার এখন লক ডাউন এর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই আক্রান্তকারীদের মধ্যে যেহেতু শিশুদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে তাই এখন থেকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিঙ্গাপুর সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম