fbpx
Sunday, August 1, 2021
Homeআন্তর্জাতিকপিছু হাঁটতে নারাজ চিন, উপযুক্ত শায়েস্তা দিতে পরিকল্পনা ভারতের!

পিছু হাঁটতে নারাজ চিন, উপযুক্ত শায়েস্তা দিতে পরিকল্পনা ভারতের!

বেইমান এবং ধূর্ত চিনের পরিকল্পনা এবং অনিয়ম ভাবে সাম্রাজ্য বিস্তারের লোভ সেটা বিশ্বের দরবারে প্রতিস্থাপন করেছে চিন। আর যার দরুন চিনের ওপর ক্ষোভ উপড়ে ফেলেছে বিশ্বের অনেক দেশও। লাদখ সীমান্তে কোথাও না কোথাও ভারত-চিনের সমস্যার জট এখন কাটেনি,যার জন্যে মূলত চিনকেই দোষী মনে করছে ভারত।মুখে একাধিকবার বার আলোচনার পরেও লাদখ সীমান্তে পিছু হটছে না চিন, অনেক সময় ধরেই একই জায়গায় অনড় রয়েছে লালাফৌজ।আর এই অবস্থাতে কি করে চিনকে উপযুক্ত শায়েস্তা করা যেতে পারে, সেই জন্যেই অর্থনৈতিক ভাবে চিনকে চাপে ফেলতে চাইছে ভারত।জানা গিয়েছে,প্যাংগং সো হোক বা গোগরা-হট স্পিংস অঞ্চলে নিজেদের অবস্থান থেকে নড়তে চাইছে না চিন।

সরকারি সূত্রের খবর,সোমবারে চিন স্টাডি গোষ্ঠীর বৈঠকে লাদাখ এবং আকসাই চিনে লাল ফৌজের গতিবিধির ওপর একরকম আলোচনা হয় যেখানে সামরিক নেতৃত্ব, গুরুত্বপূর্ণ আমলারা এবং শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।জানা গিয়েছে, তারাই সেখানে ভারতের সাথে চিনের সম্পর্কের গতিপথ নির্ণয় করেন।

চিনের দাবিতে বলা হয়েছে,দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্তের সমস্যা বিষয়ক বিষয়বস্তুকে আলাদা করে দেখা হোক, কিন্তু ভারত চিনের এই সিদ্ধান্তে সহমত নয়।চিনা সেনারাগোগরা-হট স্প্রিংসে তাদের ফৌজ নিয়ে অনড় এমনকি প্যাংগং সো লেকেও ফিংগার ৪-এ গ্রিন টপে মোতায়েন চিনা সেনার। চিনের এই রূপ কারণের জন্যেই ভারতীয় সেনারা ফরওয়ার্ড পজিশনে সীমান্তে নজরদারি করছে।

চিনের সাথে সরাসরি ভাবে অর্থনৈতিক দিকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত, ভারত সরকারের হস্তক্ষেপে ইতি মধ্যেই ভারতে চিনা বিভিন্ন অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে।হাতে নয় ভাতেই কার্যত বেইমান চিনকে চাপে ফেলতে চাইছে মোদী সরকার।শুধু ভারতই নয় বর্তমানে চিনের একাধিক সংস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমেরিকাও।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম