ভারতের অংশকে নিজের বলে দাবি করার থেকে শুরু করে সারা বিশ্বজুড়ে নিজেদের দাপট বাড়ানোর যে পরিকল্পনা চিনের,তা আসলে কোনোদিনও সম্ভব হয়ে উঠবেনা।ভারত, আমেরিকা জাপান আরও অন্যান্য দেশের সাথে চিনের সম্পর্কটা বর্তমানে কি রকম রয়েছে সেটা সকলেরই জানা। ভারতের সাথে চিন সরকারের আতাত সৃষ্টির একমাত্র কারন হিসেবে মনে করা যায়, চিনের কমিউনিস্ট দল যারা রীতিমতো গোটা বিশ্বের দরবারে এখন লজ্জিত।শুধু ভারতই নয় একাধিক দেশ চিনের ওপর ক্ষিপ্ত।ভারত সরকারের তরফ হতে এর আগেও চিনকে কোনঠাসা করতে চিনা ৫৯টিরও বেশি অ্যাপকে নিষিদ্ধ করা হয় এবং সাথেই বেইমান চিনের সাথে বিভিন্ন ব্যবসায়ী ক্ষেত্র চুক্তি ছিন্ন করেছে ভারত।
সম্প্রতি জানা গিয়েছে,অ্যাপল সহ অন্যান্য বড়ো কোম্পানিগুলো চিন থেকে ব্যবসা সরিয়ে নিতে চলেছে।সূত্র মারফত জানা গিয়েছে অ্যাপল প্রোডাক্ট সরবরাহ কোম্পানি ফক্সকন সহ অন্যান্য সংস্থা গুলো তাদের ব্যবসায়ী ক্ষেত্রে সমস্ত বিনিয়োগ ভারতে করতে চাইছে, এছাড়াও জানা গিয়েছে,ফক্সকন ভারতে ইতিমধ্যেই এক বিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগ করেছে।
চিনের থেকে ফক্সকন সহ অন্যান্য বড়ো কোম্পানি গুলো মুখ সরিয়ে নিলে চিন যে আর্থিক দিক থেকে বিশাল ক্ষতির সম্মুখীন হবে তাতেও কোনো সন্দেহ নেই।ভারতের বুকে বড়ো সংস্থা গুলোর পদার্পণ করায় একদিকে যেমন দেশের অর্থনীতি মজবুত হবে ঠিক তার সাথেই প্রচুর কর্মসংস্থানের জায়গাও হবে।