Home আন্তর্জাতিক লাদাখে ঠান্ডায় একের পর এক অসুস্থ হয়ে পড়ছে 'চিনা জওয়ান'

লাদাখে ঠান্ডায় একের পর এক অসুস্থ হয়ে পড়ছে ‘চিনা জওয়ান’

পুরোপুরি ভাবে শীতের প্রকোপ না পরতেই লাদাখে অসুস্থ হয়ে পড়ছে চিনা সেনা।জানা গিয়েছে,চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে।

পূর্ব লাদাখে আগামী কিছুদিনের মধ্যে ভয়ানক ঠাণ্ডার মরশুম পরতে চলেছে এমনকি তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি নীচে চলে যাবে। সেখানেই দুই দেশের জওয়ানরাই হাই অল্টিটিউডে আছে তাই এমনটাই হতে পারে অতিরিক্ত ঠান্ডার দরুন দুই দেশের সেনা জওয়ানরা এই সমস্যার সন্মুখিন হবে।

ঘটনায় অভিজ্ঞ এক সেনা আধিকারিক জানান, চিনের মেডিকেল টিম PLA এর কয়েকজন জওয়ানকে প্যাংগং লেকের দক্ষিণ দিকে অবস্থিত উঁচু সমতল এলাকায় বানানো একটি হাসপাতালে নিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ  পৃথিবী’তে দেখা গেল এক বিরল প্রজাতির ‘সাপ’! দেখুন ভিডিও সহ

ভারতীয় সেনার এক আধিকারিক জানান, ‘ভারতীয় জওয়ানরা শিয়াচেনের গ্লেশিয়ারে আরও অধিক উচ্চতায় মোতায়েন আছে। কিন্তু হাই অল্টিটিউডে লড়াই করা সবার ক্ষেত্রেই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।’তবে সেনাদের সুবিধা ক্ষেত্রে সমস্ত রকম মেডিকেল সুবিধা সেখানে রয়েছে বলেও জানান সেই আধিকারিক।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম