fbpx
Friday, July 30, 2021
Homeদেশসিভিকের অশ্লীল আচরণ! 'ঘুষ' না দেওয়াতে উল্টে দিল ডিমের ঠেলাগাড়ি

সিভিকের অশ্লীল আচরণ! ‘ঘুষ’ না দেওয়াতে উল্টে দিল ডিমের ঠেলাগাড়ি

অনলাইন ডেস্ক,২৪জুলাইঃটালমাটাল অবস্থায় রয়েছে দেশের অর্থনীতি ভয়াবহ করোনাভাইরাসের প্রভাবে। অনেকেই স্থায়ী রুজিরুটির সংস্থান হারিয়েছেন। একদিকে কেউ কেউ যেমন বেকার হয়েছেন চাকরি যাওয়ার ফলে, তেমনই আবার কিছু করার জেদ নিয়ে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে আর একদল লোক। রাস্তার ধারে বসেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে তাদের মধ্যে কেউ কেউ। যদিও ক্রেতার সংখ্যা নেহাতই হাতেগোনা। রোজ রোজ আবার দোকান খুলে বসার সুযোগও নেই। সরকার প্রদত্ত নির্দিষ্ট সময়েই সব কাজ মিটিয়ে ফেলতে হচ্ছে। লাভের মুখ দেখার সৌভাগ্য নেই। আরো দিনদিন পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই এগিয়ে চলেছে।

প্রকাশ্যে এসেছে একটি ভিডিও, দেশের এমন কঠিন এবং জটিল সময়ে। যেখানে নেট দুনিয়া প্রশাসনের অমানবিকতা দেখে চমকে গিয়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তার মধ্যে উল্টে পড়ে রয়েছে একটি ঠেলাগাড়ি। চারদিকে অসংখ্য ভাঙা ডিম ছড়িয়ে পড়ে রয়েছে দেখে আন্দাজ করা যাচ্ছে যে কোনও ভাবে ওই ঠেলাগাড়ি উল্টে রাস্তায় ছিটকে পড়েছে সব ডিম। আস্ত নেই একটাও ডিম। জানা গিয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে এই ঘটনা ঘটেছে।

একটি বাচ্চা ছেলেও ভিডিওতে নজরে এসেছে। জানা গিয়েছে, এই ডিমের ঠেলাগাড়িটি নাকি তারই। বছর ১৪-র ওই ছেলেটির অভিযোগ, ঠেলা নিয়ে রাস্তার ধারে ডিম বিক্রি করতে বসেছিল সে অন্যান্য দিনের মতোই। কিন্তু পুরসভার দু’জন আধিকারিক এসে তাকে বলে ঠেলাগাড়ি সরাতে হবে। নয়তো ১০০ টাকা দিতে হবে তাদেরকে। ঠেলাগাড়ি সরাতে রাজি হয়নি ওই কিশোর অবশ্য। সেই সঙ্গে ১০০ টাকা ‘ঘুষ’ দিতেও রাজি হয়নি সে। কিশোরের অভিযোগ, সেই জন্যই ওই ২ পুর আধিকারিক তার ঠেলা উল্টে ফেলে সব ডিম ভেঙে দিয়েছে। ভিডিওতে দু’জন আধিকারিকের দিকে চিৎকার করে কিছু বলতে বলতে এগিয়ে যেতেও দেখা গিয়েছে ওই কিশোরকে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হলে তা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। একজন কিশোরের সঙ্গে দুই পুর আধিকারিকের এরূপ আচরণ দেখে হতবাক সকলেই। অবিলম্বে তীব্র নিন্দা করে ওই ২ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম