fbpx
Thursday, July 29, 2021
Homeবিনোদনউঁকি দিচ্ছে ক্লিভেজ, এই বয়সেও উষ্ণতা ছড়াচ্ছে মাধুরী

উঁকি দিচ্ছে ক্লিভেজ, এই বয়সেও উষ্ণতা ছড়াচ্ছে মাধুরী

বলিউড জগৎ তার নৃত্যর প্রশংসা সবসময় করে। যেমন সুন্দর নৃত্য কৌশল আর তেমনি তার রূপের সৌন্দর্য। সে বলিউডএর জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনেত্রী মাধুরী দীক্ষিত যে তার অভিনয় ও নৃত্য দক্ষতা দ্বারা দেশ বিদেশের দর্শকদের মুগ্ধ করেছেন। অসম্ভব সুন্দর নৃত্য প্রতিভা মাধুরী দীক্ষিত এর। এত সুন্দর নৃত্য ভঙ্গিমা তার যা সত্যিই প্রশংসনিয়। কালারস এর ডান্স দিওয়ানে সিজেন 3 তে বিচারক এর ভূমিকায় দেখা গেছে মাধুরী দীক্ষিতকে। সম্প্রীতি মাধুরী দীক্ষিত ছুটি কাটাতে স্বামী ও তার দুই সন্তানকে নিয়ে মালদ্বীপ এ বেড়াতে গেছেন।

 

সেখানে এই লাভ বার্ড রোমান্টিক মুডে রয়েছেন। তারা মালদ্বীপ এ খোলা আকাশের নিচে সি বিচের ধারে ক্যান্ডেললাইট ডিনারে ব্যাস্ত হয়ে পড়েছেন। এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজের হট লুকের ছবি শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে মাধুরী দীক্ষিত লাল ফ্লোরাপ ডিপ নেক টপ আর হট প্যান্ট পরে রয়েছেন। ছবিটির ক্যাপশন দিলেন , ” এক জাদুকর ঘন্টা। ” ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী নীল সমুদ্র সৈকতের ধারে খোলা চুল আর হালকা মেকাপ করে। মাধুরী দীক্ষিত বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন।

 

 

প্রায় তিনি তার স্বামী ও সন্তানদের সাথে নানা রকমের ছবি পোস্ট করেন। এছাড়া প্রায় তিনি তার নাচের নানা রকমের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রীতি পোস্ট করা ছবিটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। অভিনেত্রীর চেহেরায় নেই কোনো বয়সের ছাপ। নিজেকে সুন্দরভাবে ফিট রেখেছেন তিনি। ছবি জুড়ে রীতিমতো প্রশংসার ঝড়।

 

 

 

তার অনুরাগীরা মুগ্ধ তার হট লুক দেখে। অনুরাগীরা রীতিমতো লাইক ,কমেন্ট করছে। সম্প্রীতি মাধুরী দীক্ষিত ওয়েব সিরিজে অভিনয় করা শুরু করেছেন। মাধুরী ছাড়া এই ওয়েব সিরিজে দেখা যাবে সঞ্জয় কাপুর ও মানব কাউলকে। তিনি নেটফ্লিক্স এর একটি ওয়েব সিরিজে কাজ করছেন। তার ওয়েব সিরিজের নাম ফ্লাইন্ডিং অনামিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম