Home বিনোদন 'তাসের ঘর' সিনেমার পোস্টার নিয়ে বিতর্ক! মেয়েদের অন্তরবাস নিয়ে মুখ খুললেন অভিনেত্রী...

‘তাসের ঘর’ সিনেমার পোস্টার নিয়ে বিতর্ক! মেয়েদের অন্তরবাস নিয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা

অভিনেতা সন্তু মুখোপাধ্যায় এর মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয় জগতের একজন সফল অভিনেত্রী। তিনি অনেক ছবিতে অভিনয় এর দ্বারা দর্শক এর মন জয় করে নিয়েছেন। তিনি বললেন , তার জীবনের ভালো থাকা , নাম যশ সবটাই অভিনয় কে ঘিরেই। কাজ করলেই তিনি ভালো থাকেন। মানুষের নিজের ভালো থাকার পথ নিজেকেই খুঁজে নিতে হয় তাই তিনি ঘর বন্দি অবস্থাতেও থেমে থাকলেন না। তিনি তার কাজ করে চলছেন।

এবার 3 সেপ্টেম্বর হইচই তে আসতে চলেছে তার নতুন ছবি ‘ তাসের ঘর ‘। ছবির পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। ছবিটি নিয়ে ভীষণ খুশি স্বস্তিকা। ছবিতে স্বস্তিকার চরিত্র এর নাম সুজাতা। ছবিটিতে সুজাতা এক ভিন্ন চরিত্র। সুজাতা চরিত্রটির সাজগোজ সাধারণ। একদম মানুষের কাছের চরিত্র এর মতো। সুজাতা এক গৃহবধূর মতো কপালে ছোট্ট টিপ , চোখের তলায় কালী , নীল ছাপা ব্লাউজ তার থেকে বেরিয়ে আসছে অন্তবাস। এক অনুভূতিপ্রবন চরিত্র এই সুজাতা।

ছবিতে সুজাতা গাছের সাথে কথা বলে , বাথরুম এর আলো নিভিয়ে নিজেকে একা একা দেখে। ছবিতে তিনি গায়ক , অভিনেতা , কমেডিয়ান , ভিলেন প্রায় সবটাতেই যেন তিনি। এই তাসের ঘর ছবির পোস্টারে দেখা যাচ্ছে সুজাতার ব্রা এর স্ট্র্যাপ। এই নিয়ে শুরু হয়েছে ট্রল। ট্রল যেন তার পিছন ছাড়ছে না। নেটজগতের কিছু মানুষ যেন শোরগোল শুরু করে দিয়েছে। এবার এই ট্রল এর জবাব দিলেন স্বস্তিকা। যদিও তিনি একজন অভিনেত্রী হিসেবে এই সব মন্তব্য তোয়াক্কা নাই বা করতে পারতেন। কিন্তু তিনি একজন মেয়ে হয়ে এই সব প্রশ্নের জবাব দিলেন। তিনি বললেন আর কত দিন চুপ করে থাকবো ? কেন জবাব দেব না বলুন তো?

সমাজের সংস্কার বার বার তার চোখে পরে। সমাজকে সচেতন করতে চান তিনি। কেনো মেয়েদের ক্ষেত্রেই এত প্রশ্ন? ছেলেরা তো দিব্যি কোমরের নিচে প্যান্ট পরে আন্ডারওয়ার দেখিয়ে ঘুরে বেড়ায় তখন তো প্রশ্ন ওঠে না। কিন্তু কেনো মেয়ের অন্তবাস দেখা গেলেই তা নিয়ে এত প্রশ্ন কেন আপনারা কি জানতেন না যে মেয়েরা অন্তবাস পরে। তাহলে কেনো এত লুকোচুরি। যদি কোনো মেয়ে অন্তবাস না পরে রাস্তায় বের হয় তাহলেও তো আপনারা তাকিয়ে থাকবেন সেক্ষেত্রেও আপনাদের হাজারো প্রশ্ন।

স্বস্তিকা প্রতিবাদী কণ্ঠে বললেন , আমি লুকোছুপি করে কিছু করবো না। আমি অন্তবাস দেখাবো। সমাজকে উন্নত হতে হবে সচেতন হতে হবে কেনো এই যুগে দাঁড়িয়েও মেয়েদের ব্যাপারে এত সমস্যা। এইভাবে প্রতিবাদী কণ্ঠে জবার দিলেন স্বস্তিকা তথা ‘ তাসের ঘর ‘ এর সুজাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম