আপনি কি এখনও সচেতনতা নন? তাহলে আজকেই পড়ুন মাস্ক! এই করোনা আবহে বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও তারা মাস্কহীন অবস্থায় রাস্তায় ঘোরা ঘুরি করছে I পুলিশ এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে I আজকে সারা জেলা জুড়ে এই অভিযানে বিভিন্ন থানা থেকে মোট ৩৫ জন ধরা পড়ে I
পুলিশ সূত্রে জানা গেছে আগামীদিনে যারা মাস্ক বিহীন অবস্থায় রাস্তায় যাদের ঘোরাঘুরি করতে দেখা যাবে ডিজাস্টার মেনেজমেন্ট এক্ট অনুযায়ী পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে I