কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-গোটা পশ্চিমবঙ্গ জুড়ে করোনা আবারো বাড়ছে, দিন দিন সংক্রমণের হার বেশ অনেকটাই বেড়েছে যা সত্যি রাজ্যবাসীর কাছে চিন্তার একটা বিষয়। বিভিন্ন জেলাতেই সরকারি বহু কর্মী সহ আধিকারিকেরা করোনা আক্রান্ত হয়েছে যার দরুন বেশ চিন্তায় পরতে হয়েছে প্রত্যেকটি জেলা প্রশাসনকে।
শুক্রবারে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কোচবিহার প্রেস ক্লাবকে স্যানিটাইজেশন করা হয়।বীরেন কুন্ডু ফাউন্ডেশন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা স্যানিটাইজেশেন করে।
কোচবিহার প্রেস ক্লাবে বহু সাংবাদিক সহ একাধিক মানুষেরা আসা যাওয়া করে থাকে, তাই সেই প্রেস ক্লাবকে স্যানিটাইজ করাটা সত্যি জরুরি ছিল বলে মনে করে সকল প্রেস ক্লাবের সদস্যেরা।এমনকি বীরেন কুন্ডু স্বেচ্ছাসেবী সংগঠনকে এর জন্যে ধন্যবাদ জ্ঞাপন করছেন সকল প্রেস ক্লাবের সদস্যেরা।
জানা গিয়েছে, বীরেন কুন্ডু স্বেচ্ছাসেবী সংঘঠন কোচবিহার শহরে এর আগেও শহরের বিভিন্ন সরকারি দফতর সহ একাধিক রাস্তাঘাট থেকে অলিগলিতেও জীবাণুমুক্ত করার কর্মসূচী গ্রহন করেছে এই সংস্থা। তাই এবারে প্রেস ক্লাবের গুরুত্ব এবং সেখানকার সদস্যদের কথা মাথায় রেখে তারা প্রেস ক্লাবে স্যানিটাইজেশন করে।