Home রাজ্য পশ্চিমবঙ্গের ১৪ শতাংশ মানুষের শরীরে মিলল করোনার অ্যান্টিবডি

পশ্চিমবঙ্গের ১৪ শতাংশ মানুষের শরীরে মিলল করোনার অ্যান্টিবডি

Dainik Khabor :-  চীনের সৃষ্টি হওয়া করোনাভাইরাস, ভারতবর্ষেও হানা বাসায়, আর এর জন্য ভারতে কর্নেল আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। যদিও  ভারতে সুস্থ সংখ্যা সব থেকে বেশি। এখনো পর্যন্ত ভারতে সুস্থ সংখ্যা তিন লাখের উপরে। লকডাউন এর মাধ্যমে এই করোনাকে  কিছুটা  আটক করা হয়েছে বলে মনে করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা।

কিন্তু কিন্তু এই মারণ ভাইরাস করানোর এখনো কোন টিকাকরণ বা প্রতিশোধক বের করা যায়নি। যার জন্য চিন্তায় রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষজন। তবে এর মধ্যেই ভালো খবর জানালো আইসিআরএম, তারা জানান যে পশ্চিমবঙ্গের ১৪ শতাংশ মানুষের শরীরে পাওয়া গিয়েছে করোনার এন্টি বডি। দিকে ভাল চোখে দেখছেন চিকিৎসা থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল।

এদিকে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৫৭২ জন। যা রাজ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ।  ২৪ ঘন্টা রাজ্য করো না হয়ে মৃত্যু হয়েছে দশজনের। কলকাতাতেই নতুন করে আক্রান্ত ১৭১ জন, রাজ্যে মোট আক্রান্ত পাঁচ হাজার ৫৩৭ জন। কিন্তু আইসিআরএম এর এই রিপোর্টে অনেকটাই স্বস্তিতে রয়েছে চিকিৎসক মহল। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষের টেস্ট করা হয়, সেই টেস্টে দেখা যায় যে কলকাতার ১৪ শতাংশ মানুষের শরীরে রয়েছে  করোনার এন্টি বডি। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার জেলাতেও ২.৫% মানুষের শরীরে করোনার  এন্টিবডি পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এটি একটি ভালো খবর, আমরা খোঁজ নিয়ে দেখব যে তাদের শরীরে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে যারা নিজের অজান্তেই করোনার থেকে  সুস্থ হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম