Home আলিপুরদুয়ার করোনার গ্রাসে থানা! আক্রান্ত বারোবিশা ফাঁড়ির ১১জন পুলিশকর্মী

করোনার গ্রাসে থানা! আক্রান্ত বারোবিশা ফাঁড়ির ১১জন পুলিশকর্মী

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: এবারে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা পুলিশ ফাঁড়ির পুলিশদের করোনা পজিটিভ হবার ঘটনা সামনে এসেছে। খবর সূত্রে জানা গিয়েছে, বারোবিশা ফাঁড়ির ১১জন পুলিশ কর্মীর দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।

উল্লেখ্য,চলতি মাসের ৩তারিখ বারোবিশা ফাঁড়ির পুলিশদের লালারস সংগ্রহ করা হয় এর পরেই বৃহস্পতিবার রাতে সেই রিপোর্ট আসে সেখানেই তাদের ১১জনের পজিটিভ দেখা যায়। ঘটনাটি পুলিশ প্রশাসন সত্যতা স্বীকার করে নিয়েছে এবং আক্রান্তদের সেফ হোমে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানান হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম