গোটা বিশ্ব জুড়ে চলছে করোনা মহামারীর প্রকোপ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। করোনার জেরা গোটা দেশ যেন থমকে গেছে। দেশের বিজ্ঞানীরা ব্যাস্ত এই মরণ রোগের ভ্যাকসিন তৈরির কাজে। এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চারিদিকে বয়ে চলছে মৃত্যু ঝড়। সরকার থেকে নানা স্বাস্থ্যে বিধি মেনে চলতে বলছেন।এই পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ হল সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা। কিন্তু সাধারণ মানুষের তাতে কোনো ভুরুক্ষেপ নেই।
মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা। করোনা যেন দেশ থেকে চলে গেছে তারা তাদের মতো ঘুরে বেড়াচ্ছে। সামাজিক দুরুত্ব তো নেই পারে তো ভিড় জমিয়ে রাখে। করোনাকে নেহাতই তুচ্ছ মনে করে উড়িয়ে দিতে চাইছে সাধারণ মানুষ।
People celebrating Go Corona Go at Halali Dam, Bhopal pic.twitter.com/bPT7NOk1HR
— KaptanHindustan (@GautamTrivedi_) September 9, 2020
এই রকমের চিন্তাভাবনার পরিচয় পাওয়া গেল মধ্যেপ্রদেশের একটি রাজধানী ভোপালের একটি বাঁধে একটি পার্টিতে। মধ্যেপ্রদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। জেলা সরকার বলেছেন মাস্ক না পড়লে টাকা জরিমানা দিতে হবে কিন্তু সাধারণ মানুষের তাতেও কোনো ভুরুক্ষেপ নেই তারা সামাজিক দূরত্ব কে উড়িয়ে দিয়ে ভিড় জমিয়ে পার্টি করছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়লো।
রাজ্যে বুধবার ১ হাজার ৮৩৯ টি নতুন করোনা আক্রান্ত হয়েছেন। গোটা রাজ্যে ৭৯ হাজার ১৯২ জন করোনা আক্রান্ত হয়েছে। মধ্যেপ্রদেশে গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৯৯২ জন এর স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ হাজার ৭০২ জন। আর মানুষের মধ্যে চিন্তা ভাবনা নেই সামাজিক দূরত্ব তো নেই কারও মুখে মাস্ক পর্যন্ত নেই। করোনা মহামারীকে নিতান্তই তুচ্ছ মনে করে তারা ভিড় জমিয়ে পার্টি করছেন। মানুষের এরকম অসচেতনতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গেল।