মালদা, নিজস্ব সংবাদদাতা: করোনা সংক্রমণের ঘটনা রাজ্যের বিভিন্ন এলাকা থেকেই এসেই চলেছে, রাজ্যে করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। রাজ্যের বিভিন্ন জেলাতেও করোনা সংক্রমণের পরিমান বেড়েছে, রাজ্যে সরকারি কর্মীরাও অনেকেই এই করোনায় সংক্রমিত হয়েছেন,এইদিন দশজন রেলকর্মী করোনা পজেটিভ হবার ঘটনা সামনে এসেছে এর পর থেকেই মালদা রেল প্রশাসনের উদ্বেগ অনেকটাই বেড়ে গিয়েছে।
ইতিমধ্যে রেলের বহু আধিকারিক এবং কর্মী করোনা পজেটিভ হবার ঘটনাও সামনে এসেছিলো। এর পরেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মালদা রেল কর্তিপক্ষের তরফ থেকে বেশকিছুদিন আগেই রেল কর্মীদের লালা রস সংগ্রহ করা হয়েছিল। এর পরেই এইদিন সকলের রিপোর্ট এলে পরেই দেখা যায় দশজন রেলকর্মী একসাথে পজেটিভ ধরা পরেছেন এর পরেই এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ যৌনকর্মীর সন্তানদের পাশে এবার গৌতম গম্ভীর! নিলেন সারাজীবনের দায়িত্ব
ঘটনায় এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা ইংরেজবাজার পৌরসভার কোঅর্ডিনেটর নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, মানুষ সচেতন না হলে দিনে দিনে এই সংক্রমণ বাড়তেই থাকবে, তাই করোনার থেকে বাড়তি সচেতনতা নিয়েছে, রাজ্য সরকার এবং পৌরসভার যৌথ উদ্যোগে করোনা রুখতে একসাথে কাজ করে চলেছে।