কোচবিহার,২৫জুলাইঃ গত শুক্রবার ২৪ শে জুলাই ফের প্রাণ হারালেন কর্মরত এক পুলিশ কনস্টেবল। ৫৬ বছরের ওই মৃত পুলিশ কনস্টেবলের নাম হল সদানন্দ সর্দার। তার ছোটো থেকে বড় হয়ে ওঠা জলপাইগুড়ি জেলায় হলেও পরবর্তী কালে তিনি কর্ম সূত্রে কোচবিহারের ঠিকানায় বসবাস করেন।
সূত্রে খবর যে, তিনি গত ৭ ই জুলাই জলপাইগুড়িতে তার পুরোনো বাড়িতে গিয়েছিলেন এবং ১৮ জুলাই তার করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে এরপর তাঁকে ভর্তি করা হয়। খুবই শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তার। এরপর ২৪ শে জুলাই শুক্রবার তিনি পরলোক গমন করেন। পুলিশ কর্মীর এমন মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর গোটা কোচবিহারের পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।