Home জলপাইগুড়ি বামপন্থীদের করোনা সতর্কীকরণ কর্মসূচি জলপাইগুড়িতে

বামপন্থীদের করোনা সতর্কীকরণ কর্মসূচি জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধি :  চিনে সৃষ্টি হওয়া করোনা দিন দিন পৃথিবীর বিভিন্ন দেশে হানা বসায়, যার জন্য গোটা দেশজুড়ে শুরু হয় লকডাউন।  এই  লকডাউনের মাধ্যমেই মানুষ কে বাঁচানোর জন্য অনেক চেষ্টা চালানো হয়। যদিও লকডাউন করে অনেকটাই করোনা কে আটক ও করা যায়। তবে কিছুদিন আগে ধীরে ধীরে লকডাউন কে তুলে দেওয়া হয়  আর এর জন্যই ফের বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি তে ফের শহর গুলিতে লকডাউন ঘোষণা করা হয়।

লক ডাউন কে সফল করতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছা সেবী সংঘঠন গুলিকে দেখা গিয়েছে, ঠিক একি ভাবে মানুষ কে সচেতনত করতে পথে নামলো রাজ্য সিপিএম।১৮ -১৯ জুলাই রাজ্যজুড়ে সমস্ত এলাকায় এই কর্মসূচী । জলপাইগুড়ি জেলা জুড়েও বামপন্থী দল সমূহের পক্ষ থেকে চলছে মানুষকে সচেতন করার কাজ। করোনা ভাইরাসের অতিমারী নিয়ে মানুষকে সচেতন করার সর্বব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের সমস্ত বামপন্থী দল সমূহ। জেলা জুড়ে অবস্থান, সচেতনতা মূলক প্রচার, মিছিল শুরু হয়েছে।

রবিবার ১৯ জুলাই জলপাইগুড়ি শহরের রায়কত পাড়া মোড়ে অবস্থান কর্মসূচীতে রাস্তায় দাঁড়য়ে পোস্টার গলায় ঝুলিয়ে বামপন্থীরা মানুষকে সচেতন করার কাজ করেন । এর পাশাপাশি অবস্থানের শেষে একটি মিছিল বের করা হয়। মিছিল টি দিনবাজার, মার্চেন্ট রোড, ডি বি সি রোড , কদমতলা হয়ে ডিবিসিরোডে এলাকার জেলা বামফ্রন্টের কার্য্যালয়ে শেষ হয়।

সমগ্ৰ বিশ্বে চলছে সতর্কীকরণ কর্মসূচি । তার সাথে সাথে সমগ্র রাজ্যেও চলছে।। জলপাইগুড়ি র এই কর্মসূচীতে নেতৃত্ব দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, সি পি আই এম নেতৃত্ব বিপুল সান্যাল, কৌশিক ভট্টাচার্য্য প্রমুখ। সমস্ত কর্মসূচী স্বাস্থ্যবিধি মেনেই করা হয়েছে। সারা জেলা জুড়েই এই কর্মসূচী পালিত হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম