fbpx
Thursday, July 29, 2021
Homeদেশআন্দামান দ্বীপেও করোনার থাবা! আক্রান্ত প্রায় ১০উপজাতির মানুষ

আন্দামান দ্বীপেও করোনার থাবা! আক্রান্ত প্রায় ১০উপজাতির মানুষ

বর্তমানে পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় করোনার প্রকোপ। প্রায় সব জায়গায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। এবার আন্দামানে ১০ জন করোনা আক্রান্ত হলেন। এমনিতেই আন্দামানে জনসংখ্যা অনেক কমে গেছে। তার মধ্যে এখন সেখানে করোনা আক্রান্ত।

প্রবালপ্রাচীরের একটি দ্বীপে ক্ষুদ্র এলাকায় বসবাস গ্রেট আন্দামানিজদের। এর আগে পোর্ট রেযার শহরে ৬ জন আন্দামানিজ করোনা আক্রান্ত হয়েছিলেন। সংক্রমিত এই ৬ জন আন্দামানিজ অনেক দিন ওই শহরে চাকরি করার জন্য ছিলেন। আন্দামানিজরা তাদের কাজে পোর্ট রেযারে যাতায়াত করে ।

গত সপ্তাহে গ্রেট আন্দামানিজদের দ্বীপে যান কয়েকজন স্বাস্থ্যকর্মী। আন্দামানে সবসময় করোনা টেস্ট করা চলছে। তারপর তাদের করোনা টেস্ট করা হয় এবং টেস্ট রিপোর্ট পসিটিভ আসে। ৪ জনের করোনা রিপোর্ট পসিটিভ আসে। গ্রেট আন্দামানিজরা পোর্ট রেযার থেকে ঘুরে গেছেন বলে খবর আসে।

সম্ভবত ওই শহরের থেকেই সংক্রমন ছড়িয়েছে দ্বীপে। এমনিতেই ওই দ্বীপে আন্দামান উপজাতি মাত্র কয়েকজন একদম হাতে গোনা। তারপর এবার আবার করোনার প্রকোপ তা সত্যিই চিন্তার বিষয়। তাই এই সংক্রমন যাতে না ছড়ায় তার দিকে খুব সতর্কতা রেখেছেন। যার ফলে বাকিদের বাড়ে বাড়ে করোনা টেস্ট করানো হচ্ছে। যাতে ওই দ্বীপে সংক্রমন ছড়িয়ে না পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম