Home রাজ্য Breaking: বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির শরীরে করোনার থাবা,রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য

Breaking: বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির শরীরে করোনার থাবা,রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য

দৈনিক খবরঃএর আগেও রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতা সুজিত ঘোষ সহ তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। এমন কী তৃণমূল বিধায়ক তমোনাশ বাবু করোনা আক্রান্ত হয়ে মারাও জান। আর এইবার করোনা হানা দিল বিজেপি শিবিরে, এইদিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের করোনা পজিটিভ এর খবর পাওয়া যায়।

এইদিন স্বয়ং বিজেপি নেত্রী জানান, বেশ এক সপ্তাহ ধরে তিনি জ্বর নিয়ে ভুগছিলেন,তখন থেকেই তিনি সেলফ আইসোলেশনে ছিলেন। আর আজ সকালে তার করোনা পজিটিভ হবার রিপোর্ট আসে।

সূত্রের খবর,বিজেপি রাজ্য দফতরের ঠিক উল্টো দিকে একটা গলি রয়েছে, সেখানেই নাকি হানা দিয়েছে করোনা। এছাড়াও এর আগে সেখানেই নাকি একসময় বিজেপি কার্যালয় ছিল, তবে বেশ কয়েক বছর আগেই সেখান থেকে কার্যালয় সরিয়ে আনা হয়েছিল বলে খবর।এর পরেই সাস্থ্য দফতরের কাছে খবর যেতেই সেই গলির বাড়ির সকলকে করোনা পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয়েছে,পরিবারের ৭জনের মধ্যে ১জনের পজিটিভ এসেছে বলে খবর। এর পরেই প্রশাসনের দ্বারা এলাকাটিকে সীল করা হয়েছে।

করোনা ভাইরাস নিয়ে দলের অন্দরে এর আগেই সতর্ক করা হয়েছিল, এমনকি পথে নেমে সংগঠনের কোনো কর্মসূচী না করতে জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এছাড়াও বিজেপি অনেক নেতা নেত্রীদের শরীরে জ্বর রয়েছে বলে খবর এসেছে, তবে তারা সকলেই হোম আইসোলেশনে হয়েছেন বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম