fbpx
Friday, July 30, 2021
Homeঅন্যান্যবউ'এর বুদ্ধির জন্য আজ কোটি'পতি এই দম্পত্তি! জানুন আসল কাহিনী

বউ’এর বুদ্ধির জন্য আজ কোটি’পতি এই দম্পত্তি! জানুন আসল কাহিনী

মানুষের জীবনে একটি সঠিক ধারণা কিভাবে পারে তাকে উন্নতির চরম শীর্ষে পৌঁছে দিতে। তা ইন্দোরের এক জৈন দম্পতির জীবনের উন্নতির কাহিনী দেখলে বোঝা যায়। তাদের উন্নতিতে তাদের দুজন এর সমান অধিকার রয়েছে। এই দম্পতি কাজের জন্য মাস্কট শহরে থাকতেন।

স্বামীর নাম গগন ও স্ত্রী এর নাম নীতি। এই গগন একটি ফ্যাশন ব্রান্ডের চাকরি করতেন। গগন কাজের জন্য বেরিয়ে গেলে নীতি ভীষণ একা অনুভব করতো। কি করে সময় কাটাবেন বুঝতে পারতেন না। তখন তিনি সময় কাটানোর জন্য ছবি আঁকবেন ভাবলেন। তিনি আগে থেকেই ভালো ছবি আঁকতেন। এবার তিনি স্বামীর শার্ট এর ওপর ডিজাইন করলেন। গগন তারপর সেই শার্ট পরে অফিসে যাওয়া শুরু করলো আর সেই শার্ট সকলের নজরে পড়লো।

গগন কে সকলেই জিজ্ঞেস করতে লাগলো যে এই শার্ট গগন কোথার থেকে কিনেছেন। তখন গগন বললেন এই শার্ট তার স্ত্রী নীতি ডিজাইন করেছে। তখন নীতির মাথায় আসলো তারা ব্যবসা করবে। তারা শার্ট গুলোর ওপর ডিজাইন করে বিক্রি করলে খুব ভালো হবে। তারপর তারা ইনদৌরে চলে গেলেন। এবং সেখানে ব্যবসা শুরু করলেন।

শার্ট , চাদর , বেডশিট , বালিশ সব কিছুর ওপর নীতি নানা রকমের ডিজাইন করা শুরু করলো। এবং রংরেজ নামে একটি স্টার্টআপ শুরু করলেন। সেখানে 200 জন সহকর্মী কাজ করেন। তারা 15 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু এখন মাসে তাদের প্রায় 2 কোটি টাকা আয় হয়। দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে তাদের কোম্পানির তৈরী দ্রব্য। কোম্পানির সব দ্রব্য ডিজাইন করা কর্মী দের কাজ শেখানো এই সব করেন নীতি আর দ্রব্য বিক্রির সমস্ত দায়িত্ব পালন করে গগন। এইভাবে একজন স্ত্রী এর বুদ্ধি ও প্রতিভার জোরে একজন স্বামী কোটি টাকার মালিক হয়ে গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম