fbpx
Thursday, July 29, 2021
Homeভাইরাল খবরফের ক্ষমতা দখলের পথে কি সিপিএম!

ফের ক্ষমতা দখলের পথে কি সিপিএম!

আবার ক্ষমতায় আসতে চলেছে সিপিএম।।

পশ্চিমবঙ্গ সহ আরও তিনটি রাজ্যে ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট গ্রহণের পালা হয়ে গেল।বিধানসভা নির্বাচন ৮ টি দফায় সমাপ্ত হয়েছে। একুশের বিধানসভা নির্বাচন দফায় দফায় সমাপ্ত হওয়ার পর এবার ব্যাস্ততা ভোট এর ফল প্রকাশের দিকে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এর বিধানসভা নির্বাচন অষ্টম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পর বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে একাধিক সংস্থা।

 

 

বিধানসভা নির্বাচন বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে বামেরা আবার ক্ষমতায় ফিরে আসতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জনমত সমীক্ষা প্রকাশিত হয়েছে। এই তথ্য প্রকাশ হওয়ার পর বেশ চমক দেখা গেছে। প্রায় সকল সংস্থার দাবী কেরলে সিপিএম ক্ষমতায় আসতে চলেছে। কেরলে মোট ১৪০ টি আসন রয়েছে। সমীক্ষা অনুসারে বামেদের পক্ষে রয়েছে ৭২ থেকে ৮০ টি আসন।ক্ষমতা দখল করতে ওই রাজ্যে বিধানসভায় ৭১ জন সদস্যের সমর্থন এর প্রয়োজন হয়। গত পাঁচ বছরে বামেদের নেতা পিনারাই বিজয়ন ছিলেন মুখ্যমন্ত্রী। সমীক্ষা অনুসারে কেরলের জনতা আবার সেই সরকারেই সমর্থন করেছেন।

 

অর্থাৎ আবারও দখলে আসতে চলছে সিপিএম। আবারও রাজ্যে ক্ষমতা দেখতে চলছে সিপিএম। বামেদের আবার ফিরে আসা এক ইতিহাস হতে চলেছে। বামেদের প্রত্যাবর্তন এক ইতিহাস গড়ে তুলতে চলেছে। যদিও এই সমীক্ষা একদম সঠিক হবে তা নয়। তবে এই সমীক্ষা কতটা সত্য হবে তা বোঝা যাবে ভোট এর ফল প্রকাশের দিন। সেই দিনেরই অপেক্ষা।ফের ক্ষমতা দখলের পথে কি সিপিএম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম