fbpx
Sunday, August 1, 2021
Homeনতুন খবরবাজির নাম লক্ষ্মী বম্ব! সিনেমাওয়ালার পর বিরোধের মুখে বাজী বিক্রেতা

বাজির নাম লক্ষ্মী বম্ব! সিনেমাওয়ালার পর বিরোধের মুখে বাজী বিক্রেতা

শুভজিৎ দত্তগুপ্ত : মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে অক্ষয় কুমারের বহু প্রতিক্ষীত ছবি ‘লক্ষ্মীবম্ব’ , লাভ জিহাদের প্রচারের অভিযোগ থেকে শুরু করে হিন্দুদেবী লক্ষ্মীকে অপমান করার অভিযোগেবিদ্ধ হয়ে অবশেষে ছবির নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ছবির নির্মাতারা। এই দেওয়ালিতে নতুন নামকরণ করে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘লক্ষ্মী’।

মধ্যপ্রদেশের দেওয়াস নামক অঞ্চলে বাজির বাক্সের গায়ে হিন্দু দেব-দেবীর নাম থাকায় রোষের মুখে পড়েছেন কিছু মুসলিম ব্যবসায়ী। ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা নিয়ে আলোড়ন শুরু হয় নেটিজেনদের মধ্যে।

ভিডিওটি তে দেখা গেছে দুজন ব্যক্তি এক মুসলিম দোকানদারকে সাবধান করেদিয়ে বলছেন, “এই দোকান থেকে আর একটাও যদি লক্ষ্মী বম্ব বা গণেশ বম্ব বিক্রি করা হয়, আমরা এমন হাল করতে বাধ্য হব যা তুমি পছন্দ করবে না।”তাদের সাথে ছিলেন একদল ব্যক্তি যাঁদের কারও কারও গলায় গেরুয়া রঙের রুমাল বাঁধা।

সোশ্যাল মিডিয়ায় তুমুল বিক্ষোভের জেরে শেষপর্যন্ত অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী বম্ব ছবির নাম পাল্টে লক্ষী করতে বাধ্য হয়েছেন প্রযোজকরা ,এখন বাজী বিক্রেতা কী করেন সেটা জানার অপেক্ষায় আছেন নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম