fbpx
Saturday, June 19, 2021
Homeখেলাধুলাপ্রীতির সঙ্গে হোটেল রুমে ক্রিকেটার, চাঞ্চল্য সোশ্যালমিডিয়ায়

প্রীতির সঙ্গে হোটেল রুমে ক্রিকেটার, চাঞ্চল্য সোশ্যালমিডিয়ায়

প্রীতির সঙ্গে হোটেল রুমে ক্রিকেটার, চাঞ্চল্য সোশ্যালমিডিয়ায়

খেলার জগতে উঠে এলো আরো এক প্রতিভাবান খেলোয়ার । যার নাম শাহরুখ খান । ২৫ বছর বয়সের এই তরুণ খেলোয়ার চেন্নাইয়ের বাসিন্দা । এবং তিনি একজন ব্যাটসম্যান । পাঞ্জাব কিংসের মালকিন প্রিতিজিন্দা তাকে তার দলে যুক্ত করেন । ৮ টি ম্যাচে মোট ১০৭ রান করেন এই তরুণ ব্যাটসম্যান । প্রীতিজিনন্দা তাকে ৫ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে নিজের দলে ঢোকালে তিনি দামের সুবিচার করতে চেষ্টা করেন । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এই খেলোয়ার । ছবিটি একটি হোটেল রুমে , যেখানে তার সাথে রয়েছে প্রীতিজিন্দাও ।

 

 

 

 

কাপসনে ‘ naina , 1 2 3 tinggg ‘ লিখা । এতদিন শাহরুখ খান মানে আমাদের কাছে একজনেরই মুখ ফুটে উঠত , তিনি হলো বলিউডের স্টার শাহরুখ খান । এখন তাকে ছাড়াও খেলার জগতে অন্য এক শাহরুখ খানের দেখা মিলল । এর আগে বিশেষ কোথাও খেলার সুযোগ হয়নি এই নতুন ব্যাটসম্যানের । সাধারণ কিছু জায়গায় হয়ত খেলেছিল । আর সেই খেলার জনপ্রিয়তা থেকেই হঠাৎ করে আইপিএল এ খেলার ডাক পান তিনি ।

 

 

 

আমরা অনেকেই হোয়ত প্রীতিজিন্দার ও বলিউড স্টার শাহরুখ খানের ” kal Ho Na Ho ” সিনেমাটি দেখেছি । যেখানে প্রীতিজিন্দার চরিত্রের নাম ছিল নয়না কথরিন কাপুর । আর খেলোয়ার শাহরুখের কাপসনের এই naina লিখাটি অনুগামীদের মনে প্রশ্ন তুলেছে । ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই বিষয়টি আলোচিত হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম