Home খেলাধুলা ক্রিকেটার 'করণ তিওয়ারি' মৃত্যুতে বাড়ছে প্রশ্ন! জানুন কেন আত্মহত্যা করল

ক্রিকেটার ‘করণ তিওয়ারি’ মৃত্যুতে বাড়ছে প্রশ্ন! জানুন কেন আত্মহত্যা করল

আগামী মাসেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ। সেই সিরিজে ভারতের বিভিন্ন প্রান্তের তরুণ অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গা করে নিয়েছেন আইপিএল লিগের বিভিন্ন দলে। তবে আইপিএলে ডাক না পাওয়ায় আত্মহত্যা করলেন এক তরুণ ফাস্ট বোলার।সোমবারে মুম্বাইয়ের একটি এপার্টমেন্ট থেকে উদ্ধার হয় ওই ফাস্ট বোলার যার নাম ‘করণ তিওয়ারির’তার মৃত দেহ উদ্ধার হয়।জানা গিয়েছে,মুম্বইয়ের স্যুভেনির ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন করণ।

আইপিএল দলের হয়ে খেলাটা ছিল করণের স্বপ্ন। অনেকে তাকে ‘মুম্বাইয়ের ডেইল স্টেইন ‘ও বলতেন।করণ ভেবেছিলেন কোনো একটা দল তাকে অন্ততপক্ষে নেট বোলার হিসাবেও দলে রাখবে, তবে লিগ শুরুর সময় কাছে আসলেও কোনো আইপিএল দলের সাথেই তার কথা পাকা হয়নি। এর পরেই মানসিক চিন্তা ও অবসাদে তিনি আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।

করণ তিওয়ারি তার বোলিং স্টাইলেও ছিল সাউথ আফ্রিকার ফাস্ট বোলার ডেইল স্টেইনের ছাপ অর্থাৎ ডেইল স্টেইনের মতোই ছিল তার বোলিং অ্যাকশন।মৃত্যুর আগেই তিনি তার জয়পুর থাকা এক বন্ধুর কাছে তার মানসিক অবসাদের কথা জানিয়ে তার আত্মহত্যা করারপরিকল্পনার কথা বন্ধুকে জানান। এর পরেই সেই বন্ধু করণের পরিবারকে সমস্ত কথা ফোনে জানালে, এর পরেই তার পরিবারের লোকজন সেখানে পৌছে দেখে করণ মৃত। এর পরেই খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে করণের নিথর দেহ উদ্ধার করে এবং পুলিশের তরফ থেকে ঘটনার সমস্ত তদন্ত শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম