Home বিনোদন ক্রাইম থ্রিলার নিয়ে হাজির কিং খান, জানালেন ছবির নাম

ক্রাইম থ্রিলার নিয়ে হাজির কিং খান, জানালেন ছবির নাম

বলিউডের জনপ্রিয় ও আইকোন হিসেবে যার নাম সারা বিশ্বের জনগন যাকে একনামে চেনে সে হল বলিউড এভারগ্রেন শাহরুখ খান। যিনি সকল মানুষের কাছে কিং খান বলেও পরিচিত। কিন্তু নিজে কবে সিনেমার জন্য শুটিং ফ্লোরে ফিরবেন, সেই তারিখ এখনও জানাননি খান সাহাব। তবে রেড চিলিজের ব্যানারে একের পর এক সিনেমা-সিরিজের ঘোষণা করেছেন শাহরুখ খান ।সেই তালিকায় নতুন সংযোজন ‘লাভ হস্টেল’। দৃশ্যম ফিল্মসের সঙ্গে যৌথভাবেই এই ক্রাইম থ্রিলার সিনেমাটি সে তৈরি করছে বলে জানা যাছে এখন।

কিন্তু শাহরুখ যে কবে নিজে ক্যামেরার সামনে কামব্যাক করছেন এই প্রশ্ন মনে জাগছে তার সকল ভক্তদের।সেই উত্তরই এক অনুরাগী জানতে চেয়েছিলেন তাঁর সাম্প্রতিক ‘আস্ক এসআরকে’ হ্যাশট্যাগে। যার উত্তরে টুইটারে কিং খান জানান, সব ঠিক থাকলে নায়ক হিসেবে কামব্যাক করতে বছর খানেক লাগবে তাঁর। এবার দিনক্ষণ ঘোষণায় প্রতীক্ষায় অনুরাগীরা।

তবে দৃশ্যম ফিল্মসের সঙ্গে যে যৌথভাবে ক্রাইম থ্রিলার সিনেমাটি তৈরি করছে শাহরুখের সংস্থা সেখানে কোনো ভুমিকাতে শাহরুখ না থাকলেও মুখ্য ভূমিকায় দেখা যাবে সানিয়া মালহোত্রা,বিক্রান্ত মাসি এবং ববি দেওলকে।শাহরুখের প্রযোজনায় এটি ববির দ্বিতীয় কাজ। এর আগে নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম ‘ক্লাস অফ ৮৩’ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন ধর্মেন্দ্রপুত্র।কিন্তু এই সিনেমাটি ক্রাইম থ্রিলারএর উপর ভিত্তি করে তৈরী করা হচ্ছে উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এর কাহিনিকে। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই তরুণ-তরুণী। ভালবাসার ‘হ্যাপি এন্ডিং’য়ের জন্য যাঁরা পেশাদার খুনির সঙ্গে লড়ে যেতেও দ্বিধা করে না তাই দেখানো হবে এই সিনেমাটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম