fbpx
Thursday, July 29, 2021
Homeআবহাওয়াধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্নিঝড় 'হ্যারিকেন', লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর!

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্নিঝড় ‘হ্যারিকেন’, লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর!

আবহাওয়া দপ্তরের খবর , ফের ঝড়ের সম্ভাবনা। আবারও আসতে চলছে বিপদের ছায়া। স্থলভাগের দিকে আটলান্টিক সাগর ফেরত ভয়ানক ঝড় ধেয়ে আসছে। আটলান্টিক মহাসাগর এর বুকে এই নিয়ে পঞ্চম ঝড় বলে জানা গিয়েছে। একই বছর এতো বারঝড়ের প্রভাব আগে কখন দেখা যায়নি। এই বছরই এইরকম ভাবে ঝড় হচ্ছে। বিপদ ঘনিয়ে আসছে বারে বারে।

সূত্রে খবর , হয়তো বৃহস্পতিবার এই ঝড় আছড়ে পরবে মাটিতে। এই ঝড়ের ফলে আমেরিকাতে অনেক ক্ষয় ক্ষতি হতে পারে। আমেরিকার জাতীয় হ্যারিকেন সেন্টার এই নিয়ে সতর্কবার্তা জারি করা শুরু করে দিয়েছে। এই ঝড়ের কারণে মধ্যে আমেরিকার প্রদেশ Belize এ জারি করা হয়েছে সতর্কবার্তা। সকলকেই সাবধানে থাকতে বলা হচ্ছে। সকলকেই সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। যে কেনো সময় তীব্র গতিতে ঝড় চলে আসতে পারে। অনেক মানুষ কেই ইতিমধ্যে সুরক্ষিত ভাবে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এবং পরিস্থিতি কেমন হবে কিছুই যেহেতু বোঝা যাচ্ছে না। তাই তাদের বলা হয়েছে খাবার সঞ্চয় করে রাখার জন্য।

এই ঝড়ের হলে সবচেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা হল উপকূল শহরে হারপা বান হয়ে যেতে পারে। সেই হারপা বান এর ফলে দুর্বল বাড়ির কাঠামো গুলো ভেঙে গুড়িয়ে যেতে পারে। অনেক মানুষের অনেক ক্ষতি হতে পারে। তাদের নিজেদের জীবন ও তাদের বসতি নিয়ে সত্যিই একটা চিন্তার বিষয়। সমুদ্রের জল স্তর উঠে আসতে পারে। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ৭৫ কিমি হলেও পরে এই গতিবেগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিপদের আশঙ্কা বেশি। আবহাওয়া দপ্তরের থেকে নানা খবর নেওয়া হচ্ছে। ক্যাটাগরি প্রথম স্তরে এই হ্যারিকেন শক্তি বাড়িয়ে মাটিতে আছড়ে পরবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম