fbpx
Sunday, August 1, 2021
Homeআলিপুরদুয়ারআলিপুরদুয়ারের ফালাকাটা তাসাটিতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি

আলিপুরদুয়ারের ফালাকাটা তাসাটিতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি

আলিপুরদুয়ার, নিজস্ব প্রতিনিধিঃ আবারো উত্তরবঙ্গে হাতির হানা আলিপুরদুয়ার জেলাতে, এবারে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে হাতির হানায় প্রবল চাঞ্চল্য দেখা যায়।

স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, গত শুক্রবারেই রাতের অন্ধকারে দুটো দাঁতাল বুনো হাতি উল্লেখিত চা বাগানের বাসা লাইনে ঢুকে পরে, এর পরেই শুরু হয় তান্ডব। সাগর ভগত ও রাজেন মাহালি নামক দুই লোকাল যুবকের বাড়িতে হাতি দুটো ভাঙচুর করে, এর পরেই গ্রামের মানুষদের কোলাহল শুনতে পেরে হাতি দুটো সেখান থেকে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সাগর ভগত জানান,’রাতে দুটো বিশাল আকারের বুনো হাতির তান্ডপে তার ঘরের দেয়াল ভেঙে যায় এবং তার ঘরে থাকা খাদ্য শস্যও হাতি দুটো খেয়ে সেখান থেকে চম্পট দেয়।সাগর ভগত জানায় তার আর্থিক অবস্থা খুবই খারাব তাই তার পক্ষে সেই ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি মেরামত করার সামর্থটাও নেই, তিনি সরকারের কাছ থেকে উপযুক্ত ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম