fbpx
Saturday, July 24, 2021
Homeবিনোদননিতম্বর ছবি পোস্ট করেই ভাইরাল ৪৭ বছরে ডান্সার

নিতম্বর ছবি পোস্ট করেই ভাইরাল ৪৭ বছরে ডান্সার

বলিউড এর একজন জনপ্রিয় অভিনেত্রী ও ডান্সার মালাইকা আররা। বয়স ৪৭ বছর। কিন্তু দেখে বোঝা যাওয়ার জো নেই। বডি ফিটনেস নিয়ে তিনি বরাবরই সচেতন। তাকে বলা হয় ফিটনেস গুরু। স্টাইলিং সেন্সও তেমনি। এবার সমুদ্র তটে তার বিকিনি স্টাইল দেখে সকলে তাক লেগে গেছে। তার বিকিনি স্টাইল দেখে সকলের মাথা ঘুরে গেছে। নিজেই সেই ছবি শেয়ার করেছেন। কালো বিকিনি , বালি মাখা ,শরীর সুন্দর পোজ সবটা তাকে যেন আকর্ষণীয় করে তুলেছে।

 

মালাইকার যেমন ফিগার সচেতনতা তেমনি তার ড্রেসিং সেন্স। কোন পোশাকে কিভাবে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলা যায় মালাইকা বরাবরই এতে সচেতন। ফ্যাশান সেন্স তিনি তুখোড়। পোশাক সিলেক্ট করতে তিনি তেমনি সাবলীল। তার পোশাক নির্বাচন তার ফিগারকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। ফিগার সচেতনতা মালাইকার মধ্যে বরাবরই ভরপুর। জিম , ডান্স , যোগা , প্রাণায়াম সবেতেই তিনি তুখোড়। বিকিনি , সুইমিংসুট ,বডি হ্যাঙ্গিং , বিভিন্ন রকমের পোশাক পরতে তিনি একটুও কুন্ঠিত বোধ করেন না। মালাইকার একটি ছেলে রয়েছে।

 

ডিভোর্স এর পর তিনি অর্জুন এর সাথে রয়েছেন। বয়সে অর্জুন মালাইকা থেকে ১৫ বছরের ছোট। এ নিয়ে নানা কটূক্তি কথা শুনতে হয় তাদের। নানা ভাবেই তাদের ট্রোল হতে হয়। তার জীবন নিয়ে বিতর্ক ভরপুর। তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ কিছু কম নয়। নানা বিষয় নিয়ে তাকে ট্রোল হতে হয়। তবে তিনি সেই সব ট্রোল কোনো সময় পাত্তা দেন না। তিনি তার মতো করে নিজের সাজ পোশাক নিয়ে ব্যাস্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম