fbpx
Saturday, July 24, 2021
Homeবিনোদনমুক্তি পেতে চলেছে রামগোপাল বর্মা পরিচালিত 'ডেঞ্জারাস'

মুক্তি পেতে চলেছে রামগোপাল বর্মা পরিচালিত ‘ডেঞ্জারাস’

এই প্রথম সিনেমা জগতে সমকামীর দৃশ্য ফুটিয়ে তুলে রামগোপাল বর্মা পরিচালিত সিনেমা আসতে চলেছে, ইতি মধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিটিতে বর্তমান প্রজন্মের নায়িকা দর্শককুলের মনে ঝড় তুলতে ওস্তাদ,জনপ্রিয় নয়না গাঙ্গুলীকে দেখা গিয়েছে।দক্ষিণী ছবি বা টলিউড, দুর্দান্ত এক্টিং, নাচের কারণে বারেবারেই শিরোনামে উঠে এসেছে নয়না গাঙ্গুলির নাম।মুক্তি পেতে চলেছে রামগোপাল বর্মা পরিচালিত ‘ডেঞ্জারাস’

 

ছবিটিতে একদিকে যেমন অভিনয় করছেন নয়না ঠিক উল্টো দিকেই তার সমকামী হিসাবে দেখা যাবে অভিনেত্রী অপ্সরা রানীকে।সিরিজে নয়নার সঙ্গে সমকামী প্রেমিকার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী অপ্সরা।ছবির ট্রেলারে সমুদ্রতটে অথবা বিছানায় দুই অভিনেত্রীর মধ্যে কাটানো বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের প্রকাশ্যে এসেছে।

 

 

ছবির পরিচালক রামগোপাল বর্মা টুইটে এই ছবির প্রসঙ্গে জানান, “দেশের প্রথম সমকামী ছবি ‘ডেঞ্জারাস’।ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে,দুই অভিনেত্রীর অভিনয় এতটাই সাবলীল যে অনেকেরই মত তারা বোধহয় সত্যিই সমকামী।তবে এখন সেই সময়ের অপেক্ষা যখন ছবিটির মুক্তি পাবে তবে এখন অপেক্ষায় রয়েছে দর্শকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম