Home বিজ্ঞান ও প্রযুক্তি মৃ'ত মায়ের সাথে দেখা করল মেয়ে! ঘটনায় হতভাগ সবাই

মৃ’ত মায়ের সাথে দেখা করল মেয়ে! ঘটনায় হতভাগ সবাই

নানা প্রান্তের নানা ধরণের ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনেদের চোখে পরে। নানা অবাক করা ঘটনা দেখে নেটিজেনেরা হতবাক হয়ে থাকেন। এই রকমের এক অবাক করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।

দক্ষিণ কোরিয়ার তথ্য প্রযুক্তি বিদরা ছয় বছর আগে মারা যাওয়া এক মেয়েকে ভার্চুয়াল ব্যবস্থায় মায়ের সাথে সাক্ষাৎ করলেন। মৃত মেয়ের সাথে মায়ের কথাবার্তা মেয়েকে আদর করা এসব কিছু দেখা যাচ্ছে ভিডিওটিতে। শিশুটিকে ভার্চুয়াল ব্যবস্থায় মায়ের সামনে নিয়ে আসা হয়। মায়ের নাম ঝাং জি সাং। মৃত মেয়েকে কাছে পেয়ে মা কান্নায় ভেঙে পড়েন। মেয়েকে মা আদর করছেন। মায়ের হাতে স্পর্শ কাতর গ্লাভস ও চোখে ভার্চুয়াল রিয়েলিটি বক্স লাগানো হয়েছে যার ফলে মৃত মেয়েকে মা চোখে দেখছেন।

সেন্সআর এর মাধ্যমে মা মেয়েকে ছুঁয়ে দেখেন মেয়ের সাথে কথা বলেন এবং মেয়েকে ধরে আদর করেন। মা বক্স ও গ্লাভস পরে মেয়েকে ডাকছেন। আর মেয়ে কয়েকটি পাথরের পাশ থেকে দৌড়ে মায়ের কাছে আসে। মেয়ে মা কে দেখে নানা প্রশ্ন করে। মেয়ে মা কে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে মা ? আমাকে তোমার মনে পরে না ? তোমাকে আমার খুব মনে পরে। মা ও মেয়ের এই আন্তরিক কথাবার্তা দেখে সকলেই দুঃখবাদী হয়ে পড়েন। মা অঝোরে কাঁদতে কাঁদতে মেয়েকে বলেন আমার তোমাকে খুব মনে পরে। সকলেই এই ভিডিও দেখে দর্শকও চোখের জল ধরে রাখতে পারছিলেন না। তবে এই ভিডিও দেখে অনেক সমালোচক অনেক সমালোচনা কিরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম