আলিপুরদুয়ার,নিজস্ব সংবাদদাতাঃ ছেলের ভবিষ্যত নিয়ে চিন্তায় দিনমজুর পরিবার। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করেছে ছেলে। তবুও দিন মজুরের ছেলে হওয়ায় উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছেলেও কলেজে ভর্তি নিয়ে চিন্তিত, চিন্তিত রয়েছে দিনমজুর পরিবার।
ছেলেটির নাম গোবিন্দ বর্মন। ফালাকাটা ব্লকের ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয় থেকে ৪৭৮ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল করা সত্ত্বেও আর্থিক দিক দিয়ে চিন্তিত গোবিন্দর পরিবার। ক্ষীরেরকোট গ্রামে তাদের বাড়ি। দিনমজুরের কাজ করেন তার বাবা বিমল বর্মন। তাতে করে তাদের সংসারের নুন আনতে পান্তা ফুরায়। টানা লকডাউনের জেরে তারওপর আবার নেই কোনো কাজের দেখা। তাতে সমস্যা আরও বেড়েছে তাদের। তার মা সাধারণ গৃহবধূ।
আরও পড়ুনঃ পৃথিবী থেকে চিরবিদায় বিষ্ণুব্রত বর্মন! দেখে নিন তাঁর জীবনে কি কি সাফল্য পেয়েছেন
ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক গোবিন্দ। তার ইচ্ছে বড় হয়ে প্রফেসর হবার। প্রতিষ্ঠিত হতে পারলে সমাজের গরিব ছেলেমেয়েদের পাশে দাঁড়াবে বলে কথা দেয় গোবিন্দ। কিন্তু বর্তমান সময়ে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য দরকার গোবিন্দর পরিবারের। তা না হলে মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে গোবিন্দর মতো একজন মেধাবী ছাত্রের।
The government should take steps to solve the financial problems of all the students and not just for money.
Thanks