fbpx
Sunday, August 1, 2021
Homeমালদামালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের সামনে এক শিশুর মৃত্যুতে তুমুল উত্তেজনা!

মালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের সামনে এক শিশুর মৃত্যুতে তুমুল উত্তেজনা!

মালদা, নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রাতে মালদা মেডিকেল কলেজ মাতৃমা বিভাগের সামনে শিশু মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতে মৃত শিশুর পরিবারের লোকেরা বিক্ষোভে ফেটে পরে। পরিবারের লোকেদের অভিযোগ,ডেলিভারি হবার ৪ঘন্টা পর পরিবারকে জানানো হয় তাদের শিশুটি মারা গিয়েছে।

পরিবারের লোকেরা আরও অভিযোগ করেন,যখন তাদের পরিবারের সদস্যকে ডেলিভারি করার জন্যে নিয়ে যাওয়াহয়, তখনো পরিবারের সদস্যকে জানান হয়নি, এর পরেই দুপুর ১২টায় তাদের রোগীকে ডেলিভারির জন্যে নিয়ে যাওয়া হলে সেই কথাও জানানো হয় নি। এরপর দীর্ঘকয়েক ঘন্টা পর পরিবারের লোকজনকে জানান হয় তাদের শিশুটি মারা গিয়েছে এর পরেই পরিবারের লোকেরা দাবি করে, চিকিৎসার গাফিলতির জন্যে এই ঘটনা ঘটেছে।

এর পরেই ঘটনায় বাড়তি উত্তেজনার খবর পেয়ে মালদা ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌছায়।খবর সূত্রে জানা যায়,পরশুদিন ইংরেজবাজারের গয়েশ পুরের বাসিন্দা শামীম হোসেন তার স্ত্রী নাসরিন পারভীন এর প্রসব যন্ত্রনা নিয়ে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এর পরেই শুক্রবার বারোটার সময় তাকে ডেলিভারি করার জন্যে ওটিতে নিয়ে যাওয়া হয়।এর পরেই ঘটনায় পরিবারের লোকেদের রোগীর ডেলিভারির সময়ক্ষনও জানান হয়নি সাথেই ৪ঘন্টা পর শিশুর মৃত্যু হয়েছে বলে খবর জানতেই তারা বিক্ষোভে ফেটে পরেন। তবে ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেনি পরিবারের লোকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম