অনলাইন ডেস্ক,৭অগাস্টঃ আগামী বছর ২০২১সে হতে চলেছে রাজ্যের বিধানসভা ভোট, আর সেই ভোট যুদ্ধের ময়দানে নিজেদের রণকৌশল ঠিক করে নিচ্ছে রাজ্যের বিরোধীদল সহ বর্তমান শাসক দলও। আগামী বছরের ভোটের কথা মাথায় রেখেই এই প্রথমবার গোটা রাজ্যে জুড়ে বুথ কমিটি তৈরী করতে চলেছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস।খবর সূত্রে জানা গিয়েছে,সেই দল গুলোতে ৩জন থেকে শুরু করে উর্ধে ১৫জন সদস্যরা থাকতে পারবেন।তাই এইবারে ওয়ার্ড কমিটি গুলোকে নতুন করে পুনরায় গঠনের সিদ্ধান্ত নেয় দল এছাড়াও তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে দলের সভাপতিদের নতুন কমিটি গঠনের জন্যেও বলা হয়েছে।
দক্ষিণ কলকাতার বেশকয়েকটি আসনে ২০১৬ এর ফল বা প্রার্থীদের অন্যদলে প্রবেশের পর এবারে আগামী নির্বাচনে নিজেদের শক্তিবৃদ্ধির সাথেই সব কয়টি আসনে জিততে মরিয়া হয়ে পরেছে শাসক দল।বেহালা পূর্বে ২০১৬এর বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভন চট্টোপাধ্যায় এবারে অবশ্য বর্তমানে শোভন বাবু বিজেপি ঘনিষ্ঠ। এছাড়াও যাদবপুরে মনীশ গুপ্ত যিনি তৃণমূলের হয়ে লড়েন তবে হেরে জান, তাই সমস্ত দিক গুলোর ওপর লক্ষ্য রেখে দলের তরফ থেকে নতুন চিন্তা ভাবনা করা হয়েছে।
আরও পড়ুনঃ টানা লোডশেডিং! মানুষ ক্ষিপ্ত হয়ে ভাঙলো মানিকচক বিদ্যুৎ অফিস
তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অফিসে গত মঙ্গলবার একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল যেখানে তৃণমূলের বেশকিছু হেভিওয়েট নেতারা উপস্থিতি ছিলেন,সুব্রত মুখ্যোপাধ্যায়,মনীশ গুপ্ত,অরূপ বিশ্বাস,আব্দুল খালেক মোল্লা,দেবাশীষ কুমার জাভেদ খান সহ বেশকয়েকজন উপস্থিত ছিলেন।বক্তা সুব্রত মুখ্যোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে সোসাল ডিসটেন্সি বজায় রাখার সাথে হোয়াটস্যাপের মাধ্যমে কর্মীদের সক্রিয় রাখতে বলেন,তিনি আরও বলেন, হোয়াটস্যাপের মাধ্যমে দলীয় কাজকর্ম করা অনেকটাই সহজ।
অনেকেই মনে করছেন, ২০১৯সের লোকসভা ভোটের পর রাজ্যে বিরোধী শিবির বিজেপির ভোট ব্যাংক যেভাবে বাড়ছে সেটা বর্তমান শাসকদলের কাছে সত্যিই একটি চিন্তার বিষয়।তাই আগামী বছরে নিজেদের সরকারকে বাঁচিয়ে রাখতে রীতিমতো মাঠে নেমে তাদের সমস্ত স্ট্রাটেজি তৈরী করছে তৃণমূল।