Home বিনোদন হঠাৎই নিজের নাম পাল্টে ফেললেন বলিউডের রাণী দীপিকা পাডুকোন, কি নাম রাখলেন...

হঠাৎই নিজের নাম পাল্টে ফেললেন বলিউডের রাণী দীপিকা পাডুকোন, কি নাম রাখলেন তিনি?

বলিউড জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি তার অভিনয় দক্ষতা দ্বারা বলিউড জগতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি অনায়াসেই প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছেন। ২০০৭ সালে ” ওঁম শান্তি ওঁম ” ছবির অভিনয় দ্বারাই প্রথম বলিউড জগতে পদার্পন করেছেন দীপিকা পাডুকোন। তার ছবি বিপুল জনপ্রিয় হয়েছিল। এর সম্প্রীতি দেখা যাচ্ছে তিনি তার সোশ্যাল মিডিয়ায় নাম ও ছবি বদলে দিয়েছেন। সকলেই তার এই কর্মের জন্য অবাক হয়ে গেছেন। রাতারাতি এইরকম ভাবে নিজের নাম ও ছবি পাল্টে ফেলার কারণ কি।

আসলে দীপিকা পাডুকোন এর জনপ্রিয় ছবি ওঁম শান্তি ওঁম এবার তার এই জনপ্রিয় ছবির ১৩ বছর হবে। এই ওঁম শান্তি ওঁম ছবিতে দীপিকার চরিত্রের নাম ছিল শান্তিপ্রিয়াঙ্কা।তিনি এই ওঁম শান্তি ওঁম ছবির জন্য বহু পুরুস্কার পেয়েছিলেন। আর তাই তিনি তার এই জনপ্রিয় ছবির ১৩ বছর পূর্তির বিশেষ দিনটিকে একটু নতুনত্বভাবে পালন করতে চেয়েছেন তাই তিনি তার সোশ্যাল মিডিয়ার নিজের নাম পাল্টে রেখেছেন শান্তিপ্রিয়া।

ওঁম শান্তি ওঁম ছবির অভিনয় দ্বারা দীপিকা পাডুকোন এর বলিউড জগতে পদার্পন করলেও তিনি একের পর এক ছবিতে অভিনয় করেছেন। আর তার অভিনিত বহু ছবি সুপার হিট হয়েছিল। এই সুপার হিট তালিকায় ওঁম শান্তি ওঁম এর পাশাপাশি হাউস ফুল , রামলীলা , চেন্নাই এক্সপ্রেস , পিকু , বাজিরাও মাস্তানি , পদ্মাবতি সহ বহু সিনেমা। তিনি তার নিপুন অভিনয় দক্ষতা দ্বারা দর্শকের মন জয় করে নিয়েছেন। তিনি যে একজন দক্ষ অভিনেত্রী তিনি আজও তার প্রমান দিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম